সিরিয়ায় দূর্বৃতের হালমায় ১০ তেল শ্রমিক নিহত

ছবি: সংগৃহীত
বার্তা সংস্থা সানা শুক্রবার (৩০ ডিসেম্বর) জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলে দুর্বৃত্তদের হামলায় একটি তেলক্ষেত্রের ১০ শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। সংস্থাটি বলছে, সিরীয় বাহিনী আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরুর মাত্র একদিন পরেই প্রাণঘাতী এই হামলা হলো।
জানা গেছে, আল-তাইম তেলক্ষেত্র থেকে শ্রমিক পরিবহনকারী তিনটি বাসকে লক্ষ্য করে হামলা চালালে ১০ জন নিহত ও আরও ২ আহত হয়। তবে হামলার ব্যাপারে বার্তা সংস্থা নির্দিষ্ট করে কিছু জানায় নি বার্তা সংস্থা ছানা। তবে, কিন্তু যুক্তরাজ্য-ভিত্তিক এক পর্যবেক্ষক সংস্থার দাবি, আইএস জঙ্গিরাই হামলা চালিয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর পরিচালক রামি আবদেল রহমান বার্তা জানায়, সংস্থা এএফপি’কে বলেন, হামলাটি বিস্ফোরক ডিভাইস দিয়ে শুরু হয়েছিল, পরে জঙ্গিরা শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালায়।
বিভি/এসআই
মন্তব্য করুন: