• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিমানের ইঞ্জিন গিলে নিল আস্ত মানুষ! তারপর,,, 

প্রকাশিত: ১৫:২০, ৩ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
বিমানের ইঞ্জিন গিলে নিল আস্ত মানুষ! তারপর,,, 

বিমানের ইঞ্জিন গিলে ফেললো আস্ত একজন মানুষকে। উপস্থিত হতবাক সবাই। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে আমেরিকার অ্যালাবামার মন্টগোমারি রিজিওনাল এয়ারপোর্টে।

নিউ ইয়র্ক পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর বিকেলে ডালাস থেকে একটি বিমান মন্টগোমারি বিমানবন্দরে এসে নামে। তারপর বিমানটিকে পার্ক করানোর জন্য নিয়ে যাওয়া হচ্চিল। পরে বিমানটিকে চেকআপের জন্য বিমানের কাছে যান, তখনও বিমানের ইঞ্জিন চালু ছিল। বিমানের কাছে যেতেই কর্মীকে আগে থেকে চালু থাকা ইঞ্জিন নিজের দিকে টেনে নেয়, ফলে ছিন্নভিন্ন হয়ে যায় তার দেহ, ঘটনা স্থলেই মৃত্যুবরণ করে ঔ কর্মী।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি (এনটিএসবি) বোর্ড বলছে, মৃত ঔই কর্মী পায়েডমন্ট এয়ারলাইন্সের। এদিকে, মৃতের পরিবারের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বিমান সংস্থাটি।

এনসিএসবি এবং অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বিষয়টি গভীরভাবে ক্ষতিয়ে দেখা হবে বলে জানিয়েছে। এর আগে ২০১৫ সালে ভারতে মুম্বাই বিমানবন্দরে পার্কিং বে-তে দাঁড়িয়ে থাকা এআই ৬১৯ মুম্বাই থেকে হায়দ্রাবাদের যাওয়ার প্রস্তুতি সারছিল। হঠাৎই তীব্র হাওয়ার টানে চলন্ত ইঞ্জিনের মধ্যে ঢুকে যান এয়ার ইন্ডিয়ার এক গ্রাউন্ড স্টাফ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বিমানকর্মীর।
 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2