• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নাচের সময় অশালীন আচরণ, কড়া জবাব তরুণীর (ভিডিও)

প্রকাশিত: ১৯:০১, ১৭ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৯:২৬, ১৭ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
নাচের সময় অশালীন আচরণ, কড়া জবাব তরুণীর (ভিডিও)

প্রতীকী ছবি

গ্রামের এক অনুষ্ঠানে নাচছিলেন নর্তকী। নাচে মত্ত অবস্থায় নর্তকীদের সঙ্গে অশালীন আচরণ করেন এক ব্যক্তি। এর ফলে কড়া জবাব দেন ওই তরুণী। আর এই ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত হতেই ভাইরাল হয়েছে।

ভি়ডিওতে দেখা যাচ্ছে, মঞ্চের উপর এক নৃত্যশিল্পী নাচ করছিলেন, এরই মাঝে এক মদ্যপ ব্যক্তি মঞ্চে উঠে তরুণীর সঙ্গে নাচতে শুরু করেন। তার অঙ্গভঙ্গি দেখে বিরক্ত হয়ে তরুণী তাকে দিলেন উচিত শিক্ষা! ঘটনাটি ভারতের বলেই নিশ্চিত হওয়া গেছে। তবে ঠিক কোন স্থানের এটা নিশ্চিত হতে পারেনি ভারতীয় গণমাধ্যম।

দেখা যায়, ওই মদ্যপ ব্যক্তিকে কোলে তুলে নেন তরুণী। তারপর শুরু হল তাকে ঘোরানো। দ্রুত গতিতে পাখার মতো বনবন করে ঘোরালেন ওই ব্যক্তিকে। দশ পাক ঘোরানোর পর মাটিতে ফেলে দিলেন ব্যক্তিকে। টাল সামলাতে পারলেন না তিনি।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SAKHT LOGG ? (@sakhtlogg)

ভিডিওটি ছড়িয়ে পড়া মাত্রই সমাজমাধ্যমে ঝাপিয়ে পড়েছেন নেটিজেনরা! কেউ লিখলেন, ‘মদ্যপ ব্যক্তির সঙ্গে উচিত কাজ করেছেন নারী!’ কেউ আবার লিখেছেন, ‘আর বোধ হয় মদ খাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারবেন না ওই ব্যক্তি।’ আর এক জন লিখেছেন, ‘আমাদের বিনোদন দেওয়াই তাদের কাজ, তবে তাদের প্রাপ্য সম্মানটা আমরা দিতে ভুলে যাই।’

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2