• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাহুল গান্ধী জানালেন কবে, কেমন মেয়েকে বিয়ে করতে চান 

প্রকাশিত: ১৮:২৭, ২৩ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৮:৪১, ২৩ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
রাহুল গান্ধী জানালেন কবে, কেমন মেয়েকে বিয়ে করতে চান 

ছবি: কার্লি টেল’র সঙ্গে সাক্ষাৎকারে রাহুল গান্ধী (দ্য মিন্ট)

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর জীবনের ৫২ বছর পেরিয়ে গেলেও এখনও বিয়ের পিঁড়িতে বসেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ের পরিকল্পনার ব্যাপারে জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে কংগ্রেসের নেতারা রাহুল গান্ধীর সাক্ষাৎকারের একটি ভিডিও শেয়ার করেছেন। সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে রাহুল বলেন, ‘তার জীবনে যখন সঠিক মেয়েটি আসবে, কেবল তখনই বিয়ে করবেন।’

ভারত জোড়ো যাত্রার সময় এক সাক্ষাৎকারে বিয়ের ব্যাপারে প্রশ্নের জবাবে এমন কথাই জানিয়ে দিয়েছেন রাহুল গান্ধী। কার্লি টেলসকে দেওয়া এক সাক্ষাৎকারে কংগ্রেসের এই সংসদ সদস্য তার জীবনসঙ্গী কেমন হবেন, সেই বিষয়েও কথা বলেছেন।

সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়, ‘আপনি কি খুব শিগগিরই বিয়ে করার পরিকল্পনা করছেন? কার্ডে কি বিয়ে নেই? জবাবে রাহুল গান্ধী বলেন, ‘সঠিক মেয়ে এলেই বিয়ে করব।’ কেমন মেয়ে বিয়ে করবেন, সেই বিষয়ে কোনও চেকলিস্ট আছে কি-না, প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, একজন প্রেমময়ী ব্যক্তি, যিনি বুদ্ধিমতী হবেন।’

মেয়েরা তার এই কথায় বার্তা পেয়ে গেলো বলে সাক্ষাৎকারের সময় রাহুল গান্ধীকে কিছুটা উসকে দেওয়ার চেষ্টা করেন কার্লি টেলস। ওই সময় কংগ্রেসের নেতা বলেন, ‘ঠিক আছে। আপনি আমাকে এখন ঝামেলায় ফেলবেন।’

গত বছরের ডিসেম্বরে একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল গান্ধী বলেছিলেন, তিনি জীবনসঙ্গীর মাঝে তার মা সোনিয়া গান্ধী এবং সাবেক প্রধানমন্ত্রী ও তার দাদি ইন্দিরা গান্ধীর মতো গুণাবলী চান। সূত্র: এনডিটিভি

বিভি/এমআর

মন্তব্য করুন: