• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বহু দেশ মার্কিন চাপের কারণে ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়াকে সাহায্য করছে না: বাশার আল আসাদ

প্রকাশিত: ১৬:৫৭, ১০ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৬:৫৯, ১০ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
বহু দেশ মার্কিন চাপের কারণে ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়াকে সাহায্য করছে না: বাশার আল আসাদ

বহু দেশ সিরিয়াকে সাহায্য না করার ব্যাপারে মার্কিন চাপের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বু হাবিবের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে গতকাল (বৃহস্পতিবার) বৈঠকের সময় এই মন্তব্য করেন প্রেসিডেন্ট বাশার আসাদ।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের প্রতিনিধিদলটি জানায়, ভয়াবহ এই বিপদের দিনে সিরিয়ার সরকার এবং জনগণের সঙ্গে সংহতি ও সহানুভূতি প্রকাশের জন্য তারা দামেস্ক সফর করছে। প্রতিনিধিদলের সদস্যরা জানান, লেবাননের জনগণ এই দুর্দিনে সিরিয়ার সরকার ও জনগণকে নিজেদের অংশীদার বলে মনে করে। লেবাননের মন্ত্রী বু হাবিব বলেন, বিশ্বের যেকোন প্রান্ত থেকে আশা ত্রাণ দ্রুত সিরিয়ায় পৌঁছে দেয়ার জন্য লেবানন তার সমুদ্রবন্দর ও বিমানবন্দরগুলো উন্মুক্ত রেখেছে।

সিরিয়ার এই দুর্দিনের সাহায্য করার জন্য লেবাননকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট আসাদ। তিনি বলেন, এই ধরনের সহযোগিতা সিরিয়ার জনগণের জন্য খুবই কার্যকর হবে এবং তাদের নৈতিক মনোবল বাড়িয়ে তুলবে। এ সময় তিনি সিরিয়া এবং লেবাননের মধ্যে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।

লেবাননি প্রতিনিধিদলের সফরের সময় মন্ত্রী বু হাবিব সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গেও বৈঠক করেন। ওই বৈঠকে তিনি ঘোষণা দেন যে, সিরিয়াকে সব ধরনের সহযোগিতা করার জন্য লেবানন প্রস্তুত রয়েছে।

এদিকে, রাশিয়ায় নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি তার দেশের জনগণের জন্য সহযোগিতার ক্ষেত্রে বৈষম্য করার নিন্দা ও সমালোচনা করে বলেছেন, ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া- দুই দেশই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও বেশিরভাগ সাহায্য সহযোগিতা তুরস্কতে যাচ্ছে; এক্ষেত্রে সিরিয়া বঞ্চিত হচ্ছে।

মার্কিন নিষেধাজ্ঞের কারণে সিরিয়ায় ত্রাণ কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার কারণ জন্য আমেরিকার সমালোচনা করে বাশার আল-জাফারি বলেন, তার দেশে ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা বিরাট একটি বাধা।

গত সোমবার ভোর রাতে সিরিয়া ও তুরস্ক সীমান্তের বিরাট এলাকা জুড়ে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে।

ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় যেসব দেশ ত্রাণ এবং উদ্ধারকারী দল পাঠিয়েছে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2