• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দেশের রাজনৈতিক সহিংসতায় ইইউ’র উদ্বেগ 

প্রকাশিত: ০০:৩৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
দেশের রাজনৈতিক সহিংসতায় ইইউ’র উদ্বেগ 

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও এর সদস্য দেশগুলো। রোববার (১২ ফেব্রুয়ারী) এক বিবৃতিতে ঢাকায় ইইউ কার্যালয় এ উদ্বেগ প্রকাশ করে।

দেশের ক্ষমতাসীন দল ও বিরোধী দলগুলোর গত কয়েকদিনে পালটাপালটি রাজনৈতিক কর্মসূচিতে সংঘর্ষের এই উদ্বেগ প্রকাশ করেছে ইইউ। 
বিবৃতিতে ইইউ বলছে, ‘ইইউ এবং ইইউ সদস্য দেশগুলোর ঢাকা মিশন সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং শান্তিপূর্ণভাবে ও আইন মেনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার উদাত্ত আহ্বান জানাচ্ছে।’

গত কয়েক দিনের চিত্রে দেখা গেছে, বিএনপি ও সমমনা দলগুলো দেশজুড়ে আন্দোলন করছে, পাশাপাশি রাজধানী ঢাকা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়েও পদযাত্রা করছে। 

একই সময়ে দেশে ‘শান্তি সমাবেশ’ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।বিএনপিসহ তাদের সমমনা দলগুলো অভিযোগ করছে, তাদের কর্মসূচি ‘বানচাল’ করতে আওয়ামী লীগ পালটা কর্মসূচি দিচ্ছে।

তবে আওয়ামী লীগ বলছে, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় ও উজ্জীবিত করতে এ কর্মসূচি দেওয়া হয়েছে। কোনো পালটা কর্মসূচি নয়।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2