• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাশিয়া নয়, যুদ্ধ শুরু করেছে ইউক্রেন ও ন্যাটো: পুতিন

প্রকাশিত: ১৯:৩৬, ২১ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
রাশিয়া নয়, যুদ্ধ শুরু করেছে ইউক্রেন ও ন্যাটো: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নাৎসিবাদী ইউক্রেন ও ন্যাটোর সদস্য দেশগুলো চলমান যুদ্ধের সূচনা করেছে। রাশিয়া এই যুদ্ধের সূচনাকারী নয়। তিনি বলেন, ইউক্রেনে যে বিশেষ সামরিক অভিযান চালানো হচ্ছে তা দেশের স্বার্থ অক্ষুন্ন রাখার জন্য করা হচ্ছে।

ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তির প্রাক্কালে তিনি মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিন সেদেশের সামরিক বাহিনীকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন। ঐ অভিযান এখনও চলছে। ইউক্রেনকে সামরিক-বেসামরিক সব ধরণের সাহায্য-সহযোগিতা দিচ্ছে পাশ্চাত্যের দেশগুলো।  

আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধ বাড়িয়ে তোলার অভিযোগ করে পুতিন আরও বলেছেন, বৈশ্বিক সংঘাতের মঞ্চে মস্কোকে পরাজিত করতে পারবে এমন একটি ভুল ধারণা নিয়ে তারা এটি করছে। দেশের রাজনৈতিক ও সামরিক অভিজাতদের সামনে রেখে দেওয়া এই বক্তব্যে তিনি বলেন, ইউক্রেনে রাশিয়া যেসব বিষয়ের মুখোমুখি হয়েছে তা ‘সাবধানে ও ধারাবাহিক প্রচেষ্টার’ মধ্য দিয়ে সমাধান করা হবে।

পশ্চিমাদের বৈশ্বিক সংঘাতের বিষয়ে সতর্ক করে পুতিন বলেছেন, রাশিয়াকে এই যুদ্ধে যেতে বাধ্য করা হয়েছে। যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের দুঃখ–কষ্ট তিনি অনুধাবন করেন। পুতিন বলেন, ‘ইউক্রেনের জনগণ কিয়েভের বর্তমান শাসক গোষ্ঠী ও তাদের পশ্চিমা তাঁবেদারদের হাতে জিম্মি হয়ে পড়েছে। যারা দেশটিকে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক দিক থেকে পুরোপুরি দখল করে আছে।’
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2