• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটবে: বাইডেন

প্রকাশিত: ০১:১২, ২২ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটবে: বাইডেন

বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন ইউক্রেন যুদ্ধে রাশিয়া কখনো বিজয় অর্জন করতে পারবে না। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে সাক্ষাতের পর দেশটির রাজধানী ওয়ারশের রয়েল ক্যাসলে বক্তব্যের সময় এ কথা বলেন তিনি। 

বাইডেন বলেন, রাশিয়ার সেনাদল ইউক্রেনে অত্যাচারের সকল সীমা ছাড়িয়ে গেছে। পুতিনের বাহিনী দেশটির সাধারণ নাগরিকদের ওপর পাশবিক অত্যাচার চালিয়েছে। শত শত নারীকে ধর্ষণ করেছে। এমনকি ধর্ষণকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। এভাবে ইউক্রেনে মানবতাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে রাশিয়া। বাইডেন তার বক্তব্যে পুতিনের কঠোর সমালোচনা করেন। 

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধের এক বছর হতে চলেছে আগামী ২৪ ফেব্রুয়ারি। এর আগে গোপনে কিয়েভ সফর করেছেন জো বাইডেন। তার সফরের একদিন পরই রাশিয়ায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে পশ্চিমাদের বিরুদ্ধে হুঙ্কার তুললেন ভ্লাদিমির পুতিন।  তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে অসীম শক্তি প্রদর্শন করছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত ঘোষণা করেছেন পুতিন।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2