• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নতুন ক্রজ ক্ষেপণাস্ত্র তৈরি করল ইরান

প্রকাশিত: ১১:৩২, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১১:৩৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
নতুন ক্রজ ক্ষেপণাস্ত্র তৈরি করল ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরান এক হাজার ৬৫০ কিলোমিটার পাল্লার নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এই ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে 'পাভে'। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্স এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে।

অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে রাষ্ট্রীয় টিভি চ্যানেল 'খাবার'-কে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, 'পাভে হচ্ছে ইরানের তৈরি অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এর আগে সুমার, হুয়াইযা ও তালাইয়া নামের ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। এগুলোর পাল্লা তুলনামূলক কম ছিল। এখন বেশি পাল্লার পাভে ক্ষেপণাস্ত্রও এগুলোর সঙ্গে যুক্ত হয়েছে।'

ইরানের কাছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে জানিয়ে হাজিজাদে বলেন, ইরানের তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবেলার ক্ষমতা কারো নেই। কোনো দেশই এই ক্ষেপণাস্ত্র মোকাবেলার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বানাতে পারবে না।

তিনি বলেন, ক্ষেপণাস্ত্রের গতিবিধির ভিত্তিতে এর পরবর্তী অবস্থানটা কোন পয়েন্টে হবে তা ধারণা করার মাধ্যমে শত্রুদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে। কিন্তু ইরানের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গতিবিধি সংক্রান্ত কোনো পূর্বধারণা পাওয়া শত্রুদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর পক্ষে সম্ভব হবে না।

আরও পড়ুন: 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2