• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রেমিকার প্রেমিককে খুন করে হৃৎপিণ্ড বার করে আনলেন যুবক!

প্রকাশিত: ১১:৫৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
প্রেমিকার প্রেমিককে খুন করে হৃৎপিণ্ড বার করে আনলেন যুবক!

ছবি: প্রতীকি

ত্রিভূজ প্রেমের জেরে সাবেক প্রেমিকার প্রেমিককে খুন করে বুক চিরে হ্রৎপিন্ড বের করে আনার অভিযোগ উঠেছে। অভিযুক্ত এসব কার্যক্রম শেষ করে নিজেই থানায় আত্মসমর্থন করেন। 

ঘটনাটি ভারতের হায়দ্রাবাদের। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলানের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের নাম নবীন। তিনি এবং হরিহরকৃষ্ণ দিলখুশনগরের একটি কলেজে পড়তেন। তাঁদের সঙ্গেই পড়তেন এক তরুণীও। নবীন, হরিহর দু’জনেই যাঁর প্রেমে পড়েন। নবীনের সঙ্গে বেশ কিছু দিন প্রেমের সম্পর্কে ছিলেন ওই তরুণী। পরে তাঁদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর হরিহরের সঙ্গে প্রেম করতে শুরু করেছিলেন তরুণী।

কিন্তু অভিযোগ, বিচ্ছেদের পরেও তরুণীকে রেহাই দেননি নবীন। তিনি বার বার প্রাক্তন প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলতেন, তাঁকে মেসেজ করতেন। এতে হরিহর হতাশ হতেন।

পুলিশ জানিয়েছে, দীর্ঘ দিন ধরেই নবীনকে খুন করার সুযোগ খুঁজছিলেন বছর বাইশের হরিহর। গত ১৭ ফেব্রুয়ারি অবশেষে সুযোগ আসে। দু’জনেই নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন সে দিন। প্রেমিকাকে নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন। তার জেরে নবীনের গলা টিপে হত্যা করেন হরিহর।
পুলিশ জানিয়েছে, খুনের পর যুবকের মাথা কেটে ফেলেন অভিযুক্ত। বার করে আনা হয় হৃদ্যন্ত্র। যুবকের গোপনাঙ্গ এবং হাত ও পায়ের আঙুলও কেটে দেওয়া হয়।

এখানেই শেষ নয়, যুবকের রক্তাক্ত দেহের ছবি তুলে প্রেমিকাকে হোয়াটস্অ্যাপও করেন অভিযুক্ত। তার পর নিজেই থানায় গিয়ে নিজের কীর্তির কথা পুলিশকে জানান।

 তদন্তকারীরা এ বিষয়ে আরও খুঁটিনাটি তথ্য খতিয়ে দেখছেন। হরিহরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের কারণ, পরিকল্পনা এবং ত্রিকোণ প্রেমের জটিলতা প্রসঙ্গে নিশ্চিত হতে তরুণীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2