পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
ইউক্রেন সংকট নিরসনে চীনা শান্তি পরিকল্পনাকে ইরানের সমর্থন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (রোববার) এক বিবৃতিতে জানানো হয়েছে, ইউক্রেনের চলমান সংকট নিরসনে চীন যে শান্তি পরিকল্পনা তুলে ধরেছে তার প্রতি সমর্থন রয়েছে। তেহরান বলেছে, মস্কো ও কিয়েভের মধ্যকার বছর-ব্যাপী যুদ্ধ বন্ধ করতে প্রকৃত কূটনৈতিক প্রচেষ্টা কার্যকর করতে হবে।
পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে চীনের পক্ষ থেকে একটি শান্তি পরিকল্পনা পেশ করার দু’দিনের মাথায় এ ব্যাপারে ইরান নিজের অবস্থান তুলে ধরল। চীনা পরিকল্পনার নাম দেয়া হয়েছে ‘রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের সমাধানে চীনা অবস্থান।’
চীনা পরিকল্পনায় প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে বলা হয়েছে, যুদ্ধে কোনো পক্ষই লাভবান হতে পারে না। সেইসঙ্গে চীনের পক্ষ থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইরান বিশ্বাস করে যে, এই পরিকল্পনায় উল্লেখিত উপাদানগুলি ইউক্রেনে সামরিক তৎপরতা বন্ধ করে জাতিসংঘ সনদ অনুসারে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেয়ার লক্ষ্যে আলোচনা শুরু করার জন্য যথেষ্ট।
বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান করে অবিলম্বে প্রতিবেশী দু’টি দেশের মধ্যে সামরিক সংঘাত বন্ধ করার কাজে ইরান ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা কার্যকর করার এটাই উপযুক্ত সময়।যুদ্ধকে উস্কে দেয়া কিংবা পরস্পরকে দায়ী করার সময় এটা নয়।
বিভি/ এসআই
মন্তব্য করুন: