স্কুল যাওয়া বন্ধে ইরানে হাজারো ছাত্রীকে বিষপ্রয়োগ

ছবি: টাইমস অব ইন্ডিয়া
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইউনেস পানাহি উপমন্ত্রী রোববার বলেছেন, মেয়েদের শিক্ষা বন্ধের উদ্দেশ্যে ইরানের কোম শহরে শত শত ছাত্রীকে কিছু লোক ইচ্ছাকৃতভাবে বিষপ্রয়োগ করছে।
ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইউনেস পানাহিকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরানের কোমের স্কুলগুলোর অনেক শিক্ষার্থী বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার পর, কিছু লোক চেয়েছিল বিশেষ করে মেয়েদের স্কুল বন্ধ হোক।
তবে, ঘটনার বিস্তারিত কিছু বলেননি পানাহি। আইআরএনএ বলছে, অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকেরা ১৪ ফেব্রুয়ারি শহরটির গভর্নরেটের বাইরে জড়ো হয়ে ঘটনার বিষয়ে তারা কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা দাবি করেন।
এদিকে, সরকারের মুখপাত্র আলী বাহাদোরি জাহরোমি বলেন, দেশটির শিক্ষা মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থা বিষপ্রয়োগের কারণ খুঁজে বের করার চেষ্টা করছে।
বিষপ্রয়োগের সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তারের কোনো তথ্যও পাওয়া যায়নি।
বিভি/ এসআই
মন্তব্য করুন: