ছেলের টাকা ছিনতাইয়ের অভিযোগে বাবার ২৬ মাসের কারাদণ্ড

ছবি: প্রতীকি
বিবিসির খবরে বলা হয়েছে, ২০২২ সালে নভেম্বরে এটিএম বুথ থেকে টাকা তুলে যাওয়ার সময় ছিনতাইকারীর কবরে পড়ে এক কিশোর। তবে ছিনতাইকারীকে চিনতেই ঘটে যায় বিব্রতকর পরিস্তিতি। কারন ছিনতাই কারী তার নিজের বাবা।
জানা গেছে, ঘটনার দিন যুক্তরাজ্যের স্কটল্যান্ডে কিশোরটি তার বাড়ির কাছের একটি এটিএমবুথ থেকে ১০ পাউন্ড উত্তোলন করে। কিন্তু উত্তোলনের সময় তিনি বুঝতে পারেন তার পিছনে কেউ ছুরি নিয়ে দাড়িয়ে আছে। সে ঘুরতেই তাকে দেয়ালের সঙ্গে গলায় চেপে ধরে ছিনতাইকারী। ছিনতাইকারী মাস্ক পড়ে তার কাছ থেকে অর্থট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
কিন্তু ওই ব্যক্তির গলার কণ্ঠস্বর শুনে ছেলেটি বুঝতে পারে এটি তার বাবার গলা। এ ঘটনায় চমকে গিয়ে তাৎক্ষণিকভাবে নিজ বাবাকে সে জিজ্ঞেস করে ‘তুমি কী সিরিয়াস? তুমি জানো এটি কে?’ যখন তার বাবা না বোধক উত্তর দেয় তখন সে ঝটকা দিয়ে বলে, ‘তুমি কী করছ?’ তখন তার ছিনতাইকারী বাবা উত্তর দেয়, ‘আমি দুঃখিত। আমি হতাশ।’
পরে পুলিশের কাছে ঔই কিশোর অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতে পুলিশ তার বাবাকে গ্রেপ্তার করে। পরে ছেলেটির বাবা দোষ স্বীকার করে নিলে তাকে ২৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বিভি/ এসআই
মন্তব্য করুন: