নতুন আট দেশ সহ
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ‘গণতন্ত্র সম্মেলনে’ আমন্ত্রিত ১২০ দেশ

দ্বিতীয় বারের মতো চলতি মাসে যুক্তরাষ্ট্রে বসছে ‘গণতন্ত্র সম্মেলন’। দ্বিতীয় বারের মতো এই সম্মেলনে নতুন আটটি দেশেকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সম্মেলনে ১২০টি দেশকে আমন্ত্রন জানানো হয়েছে বলে জানা গেছে। দেশগুলি হলো: বসনিয়া ও হার্জেগোভেনিয়া, গাম্বিয়া, হন্ডুরাস, আইভরি কোস্ট, লিশটেনস্টাইন, মৌরতানিয়া, মোজাম্বিক ও তানজানিয়া। নাম না প্রকাশ করার শর্তে, হোয়াইট হাউসের ঊর্ধ্বতন এক প্রশাসনিক কর্মকর্তার বরাতে এমন প্রতিবেদন করেছে বার্তা সংস্থা ইউএনবি এবং এপি।
এবারের সম্মেলন দুই পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে বিশ্ব নেতারা ভার্চ্যুয়াল, অর্থাৎ অনলাইনে, যাঁর যাঁর দেশে বসেই বিশ্বনেতারা আলোচনায় বসবেন। দ্বিতীয় পর্বে যুক্তরাষ্ট্র ও অন্যান্য সহ-আয়োজক দেশে সশরীর ও ভার্চ্যুয়াল মাধ্যমে অংশগ্রহণের মাধ্যমে আলোচনায় অংশ নেবেন নেতারা। বিশ্বনেতারা ছাড়া সুশীল সমাজ এবং ব্যক্তি খাতের প্রতিনিধিরাও এতে অংশ নেবেন।
সম্মেলনের সহ-আয়োজক হিসেবে থাকছে কোস্টারিকা, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও জাম্বিয়া। ২০২০ সালের নির্বাচনী প্রচারে বাইডেন গণতন্ত্র সম্মেলনের ধারণাটির প্রস্তাব দিয়েছিলেন। ২০২১ সালে প্রথম এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে, যুক্তরাষ্ট্র ও তাদের সমমনা মিত্র দেশগুলোর বিশ্বকে দেখানো যে স্বৈরাচারের চেয়ে গণতন্ত্র সমাজের জন্য সর্বোত্তম হাতিয়ার।
বিভি/ এসআই
মন্তব্য করুন: