• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ডিজিটাল সিকিউরিটি আইন স্থগিতের আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের

প্রকাশিত: ২০:২৯, ৩১ মার্চ ২০২৩

আপডেট: ২৩:০৭, ৩১ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
ডিজিটাল সিকিউরিটি আইন স্থগিতের আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের

ছবি: জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক

শুক্রবার (৩১ মার্চ) জাতিসংঘের মানবাধিকার প্রধানের কার্যালয় থেকে প্রকাশিক এক বিবৃতিতে বাংলাদেশে ডিজিটাল সিকিউরিটি আইন স্থগিতের আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এই আহ্বান জানান। 

তিনি বলেন, বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনটি হয়রানি, কন্ঠস্বর রোধ সহ সাংবাদিকদের গ্রেফতারে ব্যবহৃত হওয়ায় আমি উদ্বিগ্ন। তাই আইনটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ করার জন্য এই আইনের বিধানগুলিকে ব্যাপকভাবে সংস্কার করা দরকা।  বাংলাদেশকে এ ব্যাপারে সহযোগিতা করতে তাঁর অফিস বাংলাদেশকে বিস্তারিত প্রযুক্তিগত ধারণা প্রদান করেছে বলেও জানান তিনি। 

২০১৮ সালেকা কার্যকর হওয়া এই আইনের অধীনে দুই হাজারেরও বেশি মামলা দায়ের হয়েছে। সর্বশেষ ২৯শে মার্চ দৈনিক প্রথম আলোতে কর্মরত সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে এ আইনে মামলা হয়। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও এক আলোকচিত্রীর বিরুদ্ধেও মামলা হয়েছে।

বাংলাদেশে জীবনযাত্রার ব্যয়-সংকট নিয়ে তাদের রিপোর্টের ভিত্তিতেই এই মামলা দায়ের হয়েছে বলে উল্লেখ করা হয় ওই বিবৃতিতে । বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে অমীমাংসিত সকল মামলা পর্যালোচনার জন্য একটি স্বাধীন বিচার বিভাগীয় প্যানেল গঠনের আহ্বান জানিয়েছেন ভলকার তুর্ক। 
  
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2