সৌদির আরবের শরিফ বিশ্বের সেরা মুয়াজ্জিন নির্বাচিত

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও আজান প্রতিযোগিতায় সেরা মুয়াজ্জিনের পুরস্কার পেয়েছেন সৌদি আরবের মোহাম্মদ আল শরিফ। প্রথম পুরস্কার হিসেবে ২০ লাখ সৌদি রিয়াল তুলে দেওয়া হয় হাতে।
শুক্রবার সৌদি আরবে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। এই ক্যাটাগরীতে দিয়া এডিন বিন নাজার দ্বিতীয় পুরস্কার পেয়েছেন । তৃতীয় হয়েছেন লেবাননের রাহিফ আল হজ। পুরষ্কার হিসাবে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা পেয়েছেন যথাত্রমে ১০ লাখ রিয়াল ও ৫ লাখ রিয়াল।
অন্যদিকে এ প্রতিযোগিতায় কুরআন তিলাওয়াত ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়েছেন ইরানের ইউনিস শাহমরাদি। ইরানি এ কারি পুরস্কার হিসেবে ৩০ লাখ রিয়াল পেয়েছেন।
যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার জিতেছেন সৌদি আরবের আব্দুল আজিজ আল ফাকিহ এবং মরক্কোর জাকারিয়া আল জিরেক। সৌদির আজিজ ২০ লাখ রিয়াল এবং মরক্কোর জাকারিয়া ১০ লাখ রিয়াল পেয়েছেন।
সৌদি আরবের এই প্রতিযোগিতাটি বিশ্বের সবচেয়ে বড় কুরআন প্রতিযোগিতা। এ ছাড়া বিশ্বের মধ্যে এটিই প্রথম যেখানে কুরআন তিলাওয়াতের পাশাপাশি আজানের প্রতিযোগিতাও রাখা হয়েছে।
সূত্র : আল আরাবিয়া
বিভি/ এসআই
মন্তব্য করুন: