• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

স্কার্ট পরে রাস্তায় দুই যুবক, ভাইরাল ভিডিও

প্রকাশিত: ২১:৩৭, ২৩ এপ্রিল ২০২৩

আপডেট: ২১:৪৯, ২৩ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
স্কার্ট পরে রাস্তায় দুই যুবক, ভাইরাল ভিডিও

ছবি: সংগৃহীত

মেয়েদের স্কার্ট পড়ে রাস্তায় দুই যুবক। দেখে চোখ ছানাবড়া। লোকজন অবাক। সবাই তাকিয়ে তাদের দিকে। তবে মোটেও বিব্রত নয় যুবকরা। দিব্বি চলছেন মেট্রোতে। 

এরকমই একটি ভিডিও ঘুরাঘুরি করছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, স্কার্ট পরা দুই ছেলে দিল্লি মেট্রো স্টেশনে প্রবেশ করছেন। তাঁরা দুজনেই মেট্রোয় ওঠেন। নিজেদের ক্যামেরায় মানুষের প্রতিক্রিয়া রেকর্ড করেন। স্কার্ট পরে দিল্লি মেট্রোয় যুবকদের ঘোরাঘুরির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটিজেনরা প্রতিক্রিয়াও দিয়েছেন। 

শুধু তাই নয়, অনেক ব্যবহারকারী ভিডিওতে মন্তব্য করছেন। কেউ লিখেছেন, এটা স্কার্ট নয়,বরং ডেনিম লুঙ্গি। কারও মন্তব্য, মেট্রোয় কী সব হচ্ছে! 

এক ব্যবহারকারী লিখেছেন, ভদ্রস্থ পোশাক পরা উচিত। আর এক ব্যবহারকারী লিখেছেন, লুঙ্গিরও একই কাজ। তাহলে ছেলেরা স্কার্ট পরতে গেল কেন? কারও মতে, এটাই নতুন ট্রেন্ড। যা পরে স্বাচ্ছন্দ্যবোধ করব সেটা পরব না কেন! 

এক ব্যবহারকারীর কটাক্ষ, বলিউড অভিনেতাদের নকল করার চেষ্টা করছে সবাই। ১৬ এপ্রিল এই ভিডিওটি জনৈক ইনস্টাগ্রাম ব্যবহারকারী পোস্ট করেছেন। এখনও পর্যন্ত ২ লাখের বেশি ভিউ হয়ে গেছে। ভিডিওতে ডেনিম স্কার্ট পরে দুই যুবককে নিয়ে রীতিমতো সাড়া পড়ে গেছে। 
   
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sameer Khan (@sameerthatsit)

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2