আট ব্যাংকের লাইসেন্স বাতিল করলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক

ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম না মানার কারনে ২০২২-২০২৩ আর্থিক বছরে আটটি ব্যাংকের লাইসেন্স বাতিল এবং ১১৪টি ব্যাংককে জরিমানা করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক।
লাইসেন্স বাতিল করা আট ব্যাংকের মধ্যে মুধল কো-অপারেটিভ ব্যাংক, মিল্লাথ কো-অপারেটিভ ব্যাংক, রুপি কো-অপারেটিভ ব্যাংক, ডেকান কো-অপারেটিভ ব্যাংক, লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাংক এবং বাবাজি ডেট মহিলা আরবান ব্যাংক উল্লেখ্যযোগ্য।
পর্যাপ্ত মূলধনের অভাব, নিয়ন্ত্রক আইনের অধীনে সংবিধিবদ্ধ নিয়মগুলো মেনে চলতে ব্যর্থতা এবং ভবিষ্যতে উপার্জনের সম্ভাবনার অভাবের কারণে লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)।
ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, কোনো ব্যাংকের লাইসেন্স বাতিল হলে সেখানকার গ্রাহকরা ব্যাংক থেকে ৫ লাখ রুপি পর্যন্ত তুলতে পারবেন। অর্থের পরিমাণ এর চেয়ে বেশি হলে তা তোলা খুবই কঠিন। অন্যদিকে, কোনো ব্যাংককে জরিমানা করা হলে সেক্ষেত্রে গ্রাহকদের ওপর কোনো প্রভাব পড়ে না। গ্রাহকরা আগের মতোই টাকা জমা করা কিংবা তুলতে পারেন।
ভারতের একাধিক সাংবাদিক বলছে, বেশ কিছুদিন ধরেই আর্থিক সমস্যায় ভুগছিল এই ব্যাংকগুলো।
বিভি/ এসআই
মন্তব্য করুন: