• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার ঘটনা

পাকিস্তানে অস্ত্রের গুদামে শক্তিশালী বিস্ফোরণ: নিহত ১৩, আহত ৫০

প্রকাশিত: ১১:৩৭, ২৫ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
পাকিস্তানে অস্ত্রের গুদামে শক্তিশালী বিস্ফোরণ: নিহত ১৩, আহত ৫০

ছবি: পার্স টুডে

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি অস্ত্রের গুদামে দু’টি শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত ও ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। প্রাদেশিক পুলিশ প্রধান আখতার হায়াত জানিয়েছেন, প্রদেশের সোয়াত উপত্যকার কাবাল শহরের একটি সন্ত্রাসবিরোধী দপ্তরে ওই বিস্ফোরণ ঘটে।

আফগানিস্তানের সীমান্তবর্তী প্রদেশটির এই উপত্যকা এক সময় সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ছিল। তবে ২০০৯ সালের এক সামরিক অভিযানে উপত্যকাটি সন্ত্রাসমুক্ত হয়।

ওই পুলিশ কর্মকর্তা জানান, ইলেকট্রিক শর্ট-সার্কিট থেকে প্রথমে অস্ত্রের গুদামটিতে আগুন লেগে যায়।এরপর সেখানে পরপর দু’টি বিস্ফোরণ ঘটে। বাইরে থেকে গুদামটিতে কোনো ধরনের হামলার আশঙ্কা নাকচ করে দেন আখতার হায়াত।

তিনি বলেন, বিস্ফোরণে নিহতদের প্রায় সবাই সন্ত্রাস-বিরোধী পুলিশ বাহিনীর সদস্য। এছাড়া, বিস্ফোরণের সময় ভবনটির পাশ দিয়ে অতিক্রমকারী এক নারী ও তার শিশুও নিহত হয়।সোমবারের এ ঘটনায় আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2