পাঁচ বছরে সৃষ্টি হবে ৬ কোটি ৯০ লাখ নতুন পদ: রিপোর্ট

ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী আট শতাধিক কোম্পানির উপর গবেষণার পর গত রোববার (৩০ এপ্রিল) একটি রিপোর্ট প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম। প্রকাশিত প্রতিবেদন বলছে, ২০২৭ সালের মধ্যে চাকরি বাজারে নতুন ৬ কোটি ৯০ লাখ পদ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছ। একই সময়ে বিলুপ্ত হবে ৮ কোটি ৩০ লাখ পদের চাকরি। এর ফলে নিট ১ কোটি ৪০ লাখ চাকরি ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে, যা বর্তমান কর্মসংস্থানের দুই শতাংশের সমান।
ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম বলছে, বিভিন্ন কারনে বিশ্বে চাকরির বাজারে তোলপাড় চলছে। নতুন কর্মসংস্থান সৃষ্টির পেছনে শক্তিশালী ইঞ্জিন হিসেবে কাজ করবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থায় স্থানান্তর। কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার অনেক চাকরিকেই ঝুঁকিতে ফেলবে। কারণ কিছু ক্ষেত্রে মানুষের জায়গা নিয়ে নেবে রোবট।
সংস্থাটির বলছে, এআই টুল ব্যবহার ও পরিচালনায় কোম্পানিগুলোর জন্য নতুন কর্মীর প্রয়োজন হবে। সাথে ডেটা বিশ্লেষণ, মেশিন লার্নিং বিশেষজ্ঞ এবং সাইবার নিরাপত্তায় বিশেষজ্ঞের প্রয়োজন হবে।
তথ্য বলছে, ২০২৭ সালের মধ্যে গড়ে ৩০ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে চাকরির ক্ষেত্রে।ডব্লিউইএফের পূর্বাভাস বলছে, রেকর্ড কিপিং এবং প্রশাসনিক পদে রেকর্ড পরিমান পদ কমে যাবে যার সংখ্যা দাঁড়াবে ২ কেটি ৬০ লাখে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: