• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাকিস্তানে ৭ শিক্ষককে গুলি করে হত্যা

প্রকাশিত: ০০:১৬, ৫ মে ২০২৩

ফন্ট সাইজ
পাকিস্তানে ৭ শিক্ষককে গুলি করে হত্যা

ছবি: পার্স টুডে

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের 'আপার কুররাম' জেলায় দু'টি হামলায় সাত শিক্ষকসহ আটজন নিহত হয়েছেন। দু'টি হামলার মধ্যে একটি হামলা হয়েছে স্কুলে। সেখানেই সাত শিক্ষক নিহত হয়েছেন। স্কুলে প্রবেশ করে বন্দুকধারীরা অতর্কিত হামলা চালায়। এ সময় দায়িত্বরত সাত শিক্ষক প্রাণ হারান।  সেখান থেকে ছয় কিলোমিটার দূরে আরেক হামলায় মারা যায় একজন।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, এটি সন্ত্রাসী হামলা। আশা করছি অভিযুক্তদেরকে দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।  

সম্প্রতি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে। গত নভেম্বরে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে পাকিস্তান সরকারের যুদ্ধবিরতি শেষ হয়। এরপরই তা বেড়ে যায়। চলতি বছরের জানুয়ারি মাসে পাকিস্তানে ৪৪টি সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ১৩৪ জন। আহত হন ২৫
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2