• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দামেস্কের ওপর ইহুদিবাদীদের নতুন হামলা

ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

প্রকাশিত: ১৫:৩৫, ২৯ মে ২০২৩

আপডেট: ১৫:৩৭, ২৯ মে ২০২৩

ফন্ট সাইজ
ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

সিরিয়ার রাজধানীর দামেস্কের কাছে ইহুদিবাদী ইসরাইলের চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। সামরিক সূত্রে বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতরাত পৌনে বারোটার সময় ইহুদিবাদী ইসরাইল রাজধানী সানার উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালায়। তবে দেশের সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইহুদিবাদীদের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে।

নিরাপত্তা সূত্রগুলো বলছে, অধিকৃত গোলান মালভূমি এলাকা থেকে ইহুদিবাদী সেনারা দামেস্ক অভিমুখে এই হামলা চালায়।ওই সূত্র বলছে, বর্ণবাদী সেনারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। তার মধ্যে বেশ কয়েকটি সিরিয়ার সেনারা ভূপাতিত করেছে। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্রের আঘাতে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

১৯৬৭ সালে ৬ দিনের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইহুদিবাদী সেনারা গোলান মালভূমির উল্লেখযোগ্য অংশ দখল করে নেয়। সেই থেকে গোলান মালভূমির অধিকৃত অংশটি ইসরাইলের হাতেই রয়েছে। ইসরাইল এর মালিকানা দাবি করলেও আন্তর্জাতিক সমাজ তা স্বীকার করেনি।

সুত্র: পার্সটুডে

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2