• NEWS PORTAL

  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে প্রজ্ঞাপন

প্রকাশিত: ১২:৫৯, ২৮ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে প্রজ্ঞাপন

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৮ মে থেকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।

এর আগে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তবে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমসহ কমিশন সদস্য ও কর্মকর্তা এ নিয়ে মুখে কুঁলুপ এঁটেছেন। তারা এ নিয়ে গণমাধ্যমে কোনো কথা বলতে রাজি হননি।

উল্লেখ্য, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণার পর থেকে তা পেছানোর দাবি জানিয়ে আন্দোলন করে আসছেন চাকরিপ্রার্থীরা। তাদের দাবি, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়া হোক।

অন্যদিকে পিএসসি জানায়, তারা চারটি বিসিএস নিয়ে জটে পড়েছেন। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে না নিলে এ জট আরও বাড়বে। ফলে তারা প্রার্থীদের দাবি সত্ত্বেও ৮ মে থেকে লিখিত পরীক্ষা অনুষ্ঠানে সব প্রস্তুতি নিয়েছিল।

বিভি/টিটি

মন্তব্য করুন: