• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দিচ্ছে ইসলামী ব্যাংক, সময় ২২ মার্চ পর্যন্ত

প্রকাশিত: ১৬:২৬, ৬ মার্চ ২০২২

আপডেট: ১৮:৪৭, ৬ মার্চ ২০২২

ফন্ট সাইজ
অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দিচ্ছে ইসলামী ব্যাংক, সময় ২২ মার্চ পর্যন্ত

দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ইসলামি শরী`আহ্ ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ প্রকল্পে ফিল্ড অফিসার পদে নিয়োগের জন্য উদ্যমী, পরিশ্রমী এবং উপযুক্ত যোগ্যতাসম্পন্ন আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এই পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় শর্তাবলী নিম্নরুপ:

খালি পদঃ নির্দিষ্ট নয়
চাকরির দায়িত্বসমূহঃ N/A
চাকরির ধরনঃ ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যুনতম স্নাতক অথবা সমমান ডিগ্রী।
কর্মস্থলঃ বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন স্কেলঃ ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী। শিক্ষানবিসকাল ০৬ (ছয়) মাস। শিক্ষানবিসকাল সন্তোষজনক ভাবে সম্পন্ন করার পর নিয়মিত বেতন স্কেলে চাকরিতে স্থায়ী করা হবে।
আবেদনের শেষ তারিখঃ ২২ মার্চ ২০২২

আরও পড়ুন:

 


চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহঃ
*বয়স: ২০ মার্চ ২০২২ ইং তারিখে ন্যুনতম ২২ বছর এবং অনুর্ধ্ব ৩০ বছর।
*অবশ্যিকভাবে সাইকেল/মোটর সাইকেল চালাতে হবে এবং দেশের যে কোন গ্রামীন এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের চাকরি দেশের যে কোন এলাকায় বদলীযোগ্য।
*বয়স নিশ্চিত করার জন্য এসএসসি বা সমমানের সার্টিফিকেটে উল্লেখিত জন্ম তারিখ বিবেচনা করা হবে এবং এই ক্ষেত্রে কোন হলফনামা গ্রহণ করা হবে না।

অন্যান্য শর্তাবলী:
*চাকরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। 
*এ পদে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 
*লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোন ভ্রমণভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না। 
*নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরণের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে। 
*অসম্পূর্ণ/ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

নিয়োগ পদ্ধতি:
*প্রার্থীগণের মধ্য হতে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে। 
*সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত প্রার্থীগণকে শুধু লিখিত/মৌখিক পরীক্ষা বা উভয় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 
*নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে গণ্য হবে। 
*কর্তৃপক্ষ কোন কারন দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহন/বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
*কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি/প্রক্রিয়া পরিবর্তন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

আবেদন পদ্ধতি
যোগ্য ও আগ্রহী প্রার্থীগণকে ব্যাংকের ওয়েবসাইট   এ প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (JPG, size 100 kb), স্বাক্ষর (JPG, size 50 kb), এসএসসি ও সর্বশেষ একাডেমিক সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র (JPG, size 200 kb) আপলোড করার মাধ্যমে আগামী ২০ মার্চ ২০২২ ইং তারিখের মধ্যে আবেদন করতে হবে। সরাসরি হাতে হাতে, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

বিভি/কেএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2