• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৫ পদে ৪১৫ জন কর্মী নিবে যমুনা গ্রুপ

প্রকাশিত: ১৬:৩৩, ৩০ অক্টোবর ২০২২

আপডেট: ১৭:০০, ৩০ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
৫ পদে ৪১৫ জন কর্মী নিবে যমুনা গ্রুপ

বিভিন্ন পদে ৪১৫ জন কর্মী নিয়োগ করতে বিজ্ঞপ্তি দিয়েছে দেশের বৃহৎ শিল্পগ্রুপ যমুনা। যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডে ৫টি পদের জন্য এই বিজ্ঞপ্তি প্রাকশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটোমোবাইলম লিমিটেড’ এর উৎপাদন সামগ্রী (রিফ্রিজারেটর, টেলিভিশন, এসি, মোটরসাইকেল, ওয়াশিং মেশিন, ফ্যান, গ্যাসস্টোভ, রাইস কুকার, ব্লেন্ডার, আয়রণ ও অন্যান্য স্মল-এপ্লায়েন্স) বিক্রয় ও বিপণনের জন্য দক্ষ, অভিজ্ঞ ও কর্মঠ জনবল নিয়েগ দেওয়া হবে।

আরও পড়ুন: নিবন্ধন পেলে নির্বাচনে যাবেন কিনা জানালেন নুরুল হক নুর

পদ:
এরিয়া ম্যানেজার (প্লাজা), প্লাজা ম্যানেজার ও সহকারী প্লাজা ম্যানেজার, এক্সিকিউটিভ (প্লাজা), প্রিন্সিপাল অফিসার (প্লাজা), ক্রেডিট মনিটরিং অফিসার (প্লাজা)।

পদভিত্তিক যোগ্যতার চাহিদা:

১। এরিয়া ম্যানেজার (প্লাজা) পদে ১৫ জন নেওয়া হবে। আগ্রহীদের ন্যূনতম স্নাতক পাস ও ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

২। প্লাজা ম্যানেজার ও সহকারী প্লাজা ম্যানেজার পদে ১৫০ জন নেওয়া হবে। আগ্রহীদের ন্যূনতম স্নাতক পাস ও ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

৩। এক্সিকিউটিভ (প্লাজা) পদে ৭৫ জন নেওয়া হবে। আগ্রহীদের ন্যূনতম এইচএসসি পাস ও ৬ মাস থেকে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৪। প্রিন্সিপাল অফিসার (প্লাজা) পদে ১৫০ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের ন্যূনতম স্নাতক পাস ও ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

৫।  ক্রেডিট মনিটরিং অফিসার (প্লাজা) পদে ২৫ জন নেওয়া হবে। আগ্রহীদের ন্যূনতম স্নাতক পাস ও ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: সকল পদেই বেতন আলোচনা সাপেক্ষে। সঙ্গে সেলস ইনসেনটিভ, ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের চাকরির আবেদনপত্র, পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা ২ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, সিটি করপোরেশন কর্তৃক প্রদত্ত সনদপত্র, জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র, প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্রসহ আগামী ৯ নভেম্বরের মধ্যে সরাসরি যোগাযোগ করতে হবে।

যোগাযোগের ঠিকানা:
সিনিয়র মহাব্যবস্থাপক ( মানবসম্পদ ), যমুনা গ্রুপ, প্রধান কার্যালয়, যমুনা ফিউচার পার্ক, ক-২৪৪, প্রগতি সরণী, কুঁড়িল, বারিধারা, ঢাকা-১২২৯।

আরও পড়ুন: অনলাইন জুয়ায় এইচএসসি পড়ুয়া রাতুলের অবৈধ আয় শত কোটি টাকা!

বিভি/কেএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2