সোমবার সকাল ছয়টা পর্যন্ত লঞ্চ চলবে: বিআইডব্লিউটিএ
চলমান বিধি-নিষেধের মধ্যে আজ রবিবার বেলা ১২টা পর্যন্ত দেশের সব নৌ-পথে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে নির্ধারিত সময় শেষ হলেও নৌ-পথে যাত্রী চাপ বেশি থাকায় সোমবার সকাল ছয়টা পর্যন্ত লঞ্চ চলাচলের সময় বাড়ানো হয়েছে।
রবিবার (১ আগস্ট) দুপুরে বিআইডব্লিউটিএ'র জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান বাংলাভিশন ডিজিটালকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নৌ-পথে এখন যাত্রীদের চাপ থাকায় মন্ত্রণালয়ের নির্দেশনায় সোমবার ভোর ছয়টা পর্যন্ত লঞ্চ চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে।
বিভি/এওয়াইএইচ
মন্তব্য করুন: