ঠোঁটই ব্যক্তির আসল চরিত্র বলে দেয়!

বিজ্ঞানীরা বলছেন, ঠোঁট দেখেই বোঝা যায় গভীর মনের গোপন রহস্য। অনেকেই জানেন না, চিনে ঠোঁটের অভিব্যক্তি বোঝাকে শিল্প হিসেবে গণ্য করা হয়।আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের মতে, কোনও ব্যক্তির স্থায়ী বৈশিষ্ট এবং আচরণই তার ব্যক্তিত্ব।
পাতলা ঠোঁট:
যাদের পাতলা ঠোট তাদের সম্পর্কে বিজ্ঞানীরা বলছেন, পাতলা ঠোঁটের ব্যক্তি বুদ্ধিজীবী এবং অন্তর্মুখী হন পছন্দ করেন নির্জনতা। তারা আবেগপ্রবণ হলেও একটুতেই রেগে যান। তারা আড্ডা দিতে কম পছন্দ করেন। মূল্যবোধকে গুরুত্ব দেয়, এমন মানুষ এদের খুব পছন্দের।
মোটা ঠোঁট:
মোটা ঠোটের ব্যাক্তিরা স্বাভাবিকভাবেই স্নেহ, দয়া, মায়ায় পূর্ণ মানুষ। অন্যের প্রতি সদা যত্নশীল। সব কাজ তারা উৎসাহের সাথে করে থাকে।
অন্যের সুবিধাকে প্রাধান্য দিয়ে কাজ করে এবং আত্মবিশ্বাসে ভরপুর। সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর কাছে নিজের ভালবাসা প্রকাশ করতে এরা অপারগ। তবে, খোলামেলা ব্যক্তিত্ব মাঝেমধ্যেই চাপা পড়ে যায়।
বিভি/ এসআই
মন্তব্য করুন: