• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঈদ কেনাকাটায় বিকাশের অফার শেষ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৪, ১৬ জুন ২০২৪

ফন্ট সাইজ
ঈদ কেনাকাটায় বিকাশের অফার শেষ হচ্ছে আজ

বছর জুড়েই চাহিদা থাকে কার্ডিও প্রোডাক্ট, ওয়েট ট্রেনিং, ইনডোর স্পোর্টস এবং আউটডোর স্পোর্টসের সব ধরনের প্রোডাক্টসের। তবে, বিভিন্ন উৎসবে এধরনের প্রোডাক্টস এর অনেক শো-রুমে চলে অফারের ছড়াছড়ি। তেমনি কোরবানির ঈদকে ঘিরে মাল্টি স্পোর্টসে চলছে বিকাশের ক্যাশব্যাক অফার।

শরীর ফিট রাখতে আজকাল ঘরেই অনেকে গড়ে তুলছেন মিনি জিম। আর এ সবের জন্য যে সব উপকরণ তাও পাওয়া যায় রাজধানীর বিভিন্ন শো রুমে।

রাজধানীর তেজগাঁওয়ে মাল্টি স্পোর্টসে কার্ডিও প্রোডাক্ট ট্রেডমিল, সাইকেল ক্রশটেইনার, এছাড়া ওয়েট ট্রেনিং এর জন্য ডাম্বেলস বারবেলসহ ইনডোর স্পোর্টস এবং আউটডোর স্পোর্টস এর যাবতীয় প্রোডাক্ট, ইনডোর এর জন্য বিলিয়াড টেবিল, এয়ার হকি, ফুটবল টেবিল এবং সুইমিং আউটডোর স্পোর্টস প্রোডাক্টস আর ফুটবল ক্রিকেট টেনিসসহ যেকোনো পণ্য কেনাকাটা করে বিকাশ পেমেন্টে চলছে ক্যাশব্যাক অফার।

মাল্টি স্পোর্টসের যে কোনো আউটলেট থেকে কেনাকাটা করে বিকাশে পেমেন্ট করলেই মিলছে ইনস্ট্যান্ট পাঁচ শতাংশ ক্যাশব্যাক অফারসহ তিনশ' টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন। এমন অফারে ক্রেতাদের বিকাশ পেমেন্টে আগ্রহ বেড়েছে বলে জানান মাল্টি স্পোর্টসের এই কর্মকর্তা।

ঈদ কেনাকাটায় বিকাশের এই অফার শেষ হবে আজ রাত ১২টায়।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2