সম্পর্কের যে ভাবগুলো জানায় সেখান থেকে বেড়িয়ে আসা উচিৎ

প্রতিকী ছবি
বাস্তবিক জীবনে এমন পরিস্থিতি তৈরি হয় যখন ভালবাসা ধীরে ধীরে মলিন হতে থাকে। ভালোবাসার অভাবে কোন এক সময় বিচ্ছেদও ঘটে। সম্পর্ক সুষম রাখতে না পারলে ভেঙে দেওয়াই সমীচীন মনে করেন অনেকে। আবার, অনেকের এ সাহস থাকে না। তবে, কিছু পরিস্থিতি তৈরি হলে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা করা যেতেই পারে। জেনে নিন এমন কয়েকটি কারণ-
১. আত্মসম্মান আর মূল্যবোধ বজায় রাখা সবচেয়ে জরুরি। যদি দেখেন যে সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে এই দু'টি জলাঞ্জলি দিতে হচ্ছে, তা হলে অবিলম্বে বেরিয়ে আসা উচিত। মূল্যবোধের সঙ্গে আপস করে আর যা-ই সুস্থ সম্পর্কে থাকা যায় না।
২. অনেকেই সম্পর্কের সমস্ত প্রতিকূলতা এড়িয়ে চলেন শুধু ভালোবাসার জোরে। তবে, ভালোবাসা না থাকলে সম্পর্ক বাঁচিয়ে রাখার কোনও মানে নেই। একে-অপরের প্রতি ভালোবাসা আছে কি না, তা বোঝা খুব কঠিন নয়। যদি বোঝেন ভালোবাসা ফুরিয়ে গিয়েছে, তা হলে সম্পর্ক থেকে বেরিয়ে আসাই শ্রেয়।
৩. সম্পর্কে উন্মাদনা থাকা জরুরি। সঙ্গীর কথাবার্তা, ভাবভঙ্গি, আচরণ, যদি মনে দাগ না কাটে, তা হলে বুঝতে হবে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। নিরুত্তাপ থাকা কোনও কাজের কথা নয়। আপনার কথা যদি সঙ্গী বুঝতে এবং শুনতে কোনওটাই না চায়, তা হলে নিরুত্তাপ মানুষের সঙ্গে সম্পর্কে থাকার চেয়ে না থাকা শ্রেয়।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: