• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঝগড়া হলে মান-অভিমান মিটিয়ে কাছে আসবেন যে উপায়ে

প্রকাশিত: ১০:২৯, ২৫ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
ঝগড়া হলে মান-অভিমান মিটিয়ে কাছে আসবেন যে উপায়ে

প্রতিকী ছবি

ঝগড়া-বিবাদ খুবই স্বাভাবিক ইস্যু। এ সঙ্গে থাকলে মতের অমিল, মতানৈক্য থাকবেই। তবে ভুল বোঝাবুঝি, কিংবা অভিমান বেশি দিন জিইয়ে না রাখাই ভালো। তাতে লাভ নয় বরং ক্ষতির সম্ভাবনা থাকে, বাড়ে দূরত্ব। আর তাই, অভিমান মিটিয়ে নেওয়াই শ্রেয়। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হলে রাগ, দুঃখ, অভিমান জমে মনে। তবে সেসব কাটিয়ে যেভাবে ফের কাছাকাছি আসবেন, জেনে নিন উপায়।

একজন নীরবতা ভাঙুন: ঝগড়া হলেই কথা বলা বন্ধ। তবে বেশি দিন চুপ করে থাকার কোনও মানে নেই। তাতে জটিলতা বাড়ে। কেউ একজন এগিয়ে এসে যদি নীরবতা ভাঙেন, তা হলে সঙ্গী কিছুতেই মুখ ফিরিয়ে থাকতে পারবেন না।

দোষ থাকলে স্বীকার করুন: আপনার কোনও কথায়, কাজে কিংবা আচরণে নিয়ে সঙ্গীর খারাপ লাগলে নিজে গিয়েই সরি বলুন। অযথা ইগো দেখিয়ে জটিলতা জিইয়ে রাখার কোনও মানে নেই। যদি সত্যিই দোষ থেকে, তা হলে তা অকপটে স্বীকার করে নিলে মনের ভারও কমবে। দু’জনের সম্পর্কের অশান্তি মিটে যাবে।

খোলাখুলি কথা বলুন: দোষ যারই থাক, কোনও বিষয় নিয়ে সমস্যা তৈরি হলে অতি নিজেদের মধ্যে খোলাখুলি কথা বলাটা জরুরি। তাতে অনেকটা সমস্যা কমবে। মনের মধ্যে জমে থাকা নানা ধারণারও অবসান ঘটতে পারে। একসঙ্গে বসে কথা বললে যা যা জটিলতা, সব ধুয়েমুছে সাফ হয়ে যাবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2