প্রেমে নিয়ন্ত্রণে থাকবে প্রেশার, কমবে দুশ্চিন্তা

প্রতিকী ছবি
বিশেষজ্ঞরা বলছেন, প্রেম করা নাকি শরীরের জন্য ভালো। সম্পর্ক যদি সুন্দর হয় তাতে মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো থাকে। একটা সুস্থ ও সুন্দর সম্পর্ক জীবন বদলে দিতে পারে জীবন, আনতে পারে সুষম গতি। ভালোবাসা দিবস গত হয়েছে, তাতে কি? প্রিয়জনের প্রেমে পড়তে দিনক্ষণ নির্ধারণের প্রয়োজন নেই। জেনে নিন প্রেম করার উপকারিতা।
১. প্রেশার বশে থাকে: ভালোবাসা পেতে কার না ভালো লাগে! আর এই ভালোবাসাই আপনার হার্টকে ভালো রাখে। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, ভালোবাসার মানুষটা কাছে থাকলে প্রেশার স্বাভাবিক থাকে। প্রেশার বেড়ে গেলে মনের মানুষকে জড়িয়ে ধরুন, তার পর ম্যাজিক দেখুন। রক্তচাপ একদম স্বাভাবিক হয়ে যাবে। এতে হৃদরোগের ঝুঁকিও অনেকাংশে কমে যায়।
২. দুশ্চিন্তা কমে: যে কোনও কঠিন পরিস্থিতিতে যদি সঙ্গীর সাপোর্ট পাওয়া যায়, তাকে কাছে পাওয়া যায়, মানসিক চাপ কমে। যে কোনও পরিস্থিতির সঙ্গে সহজেই মোকাবিলা করা যায়। প্রেম করলে দেহে অক্সিটোসিন ও এন্ড্রোফিন হরমোনের ক্ষরণ বাড়ে। এই দুই হরমোন দুশ্চিন্তা কমাতে এবং মনকে ভালো রাখতে সাহায্য করে। পাশাপাশি ভালোবাসা দেহে কর্টিসল হরমোনের মাত্রা কমায় এবং ক্রনিক রোগের ঝুঁকি কমায়।
৩. ইমিউনিটি বৃদ্ধি করে: পার্টনারের সঙ্গে যদি বন্ডিং বা সম্পর্কের ভিত মজবুত হয়, আপনার সামগ্রিক স্বাস্থ্যও ভালো থাকে। প্রথমত, হার্ট খুব ভালো থাকে এবং শারীরিক প্রদাহ কমে। প্রেম করলে রোগে ভুগবেন কম। ধরুন কোনও রোগে ভুগছেন, তখন প্রিয় মানুষটা কাছে থাকলে রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বেড়ে যায়।
৪. স্বাস্থ্যকর লাইফস্টাইল: রোম্যান্টিক রিলেশনশিপ লাইফস্টাইলকে সুন্দর করতে সাহায্য করে। যেমন একে-অন্যের যত্ন নেন, তেমনই নিজেরও একটু বেশি খেয়াল রাখেন। একসঙ্গে এক্সারসাইজ় করা, একসঙ্গে রান্না করা এবং খাবার খাওয়া— এগুলো স্বাস্থ্যের জন্যও ভালো। তা ছাড়া একে-অন্যকে এক্সপ্লোর করার মাধ্যমেও সম্পর্ক মজবুত ও লাইফস্টাইল সুন্দর হয়।
৫. ডিপ্রেশন কমে: সম্পর্কে থাকলে সঙ্গীকে সময় দেওয়া জরুরি। দিনের শেষে আপনি মানুষটাকে ভালো রাখার জন্য কতটা চেষ্টা বা প্রয়াস করছেন সেটাই আসল। দিনের শেষে সোশ্যাল মিডিয়া, অফিসের কাজ সমস্ত কিছু থেকে বিরতি নিয়ে সঙ্গীর সঙ্গে সময় কাটান। একে-অন্যের সঙ্গে গল্প করুন, দিনের ছোটখাটো কথা ভাগ করে নিন। এতে একাকিত্ব ও ডিপ্রেশন কমবে এবং সম্পর্কের ভিত মজবুত হবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: