কাউকে ভালো না লাগলে সঙ্গ এড়াবেন যে কৌশলে

প্রতিকী ছবি
প্রয়োজন কিংবা অপ্রয়োজন, প্রতিদিন প্রায় সকলেই ঘনিষ্ট অথবা দূরের অনেক মানুষের সঙ্গে মেলামেশা করেন। এই করতে গিয়ে কিছু মানুষের সঙ্গে দেখা হয়, যাকে হয়তো খুব বেশি ভালো লাগে না বা পছন্দ হয় না। আবার কারও আচার-আচরণ, ভাবভঙ্গির কারণেও তাকে অস্বস্তিজনক মনে হয়। শঙ্কার বিষয় হলো, অনেক সময় যাকে ভালো লাগে না তাকে বিষয়টি জানানোও যায় না। আর তাই, জেনে নিন এমন পরিস্থিতি কিভাবে তাদের সঙ্গ এড়াবেন।
১. এড়িয়ে যাওয়ার নানা কৌশল রয়েছে। আচার-আচরণে সেটা বুঝিয়ে দেওয়ার দরকার নেই। তবে, একটু বুদ্ধি করে যদি বলা যায়, আপনি তাড়াহুড়োয় আছেন কিংবা হাতে সময় কম, তাহলে হয়তো সুবিধা হতে পারে।
২. পছন্দের মানুষজনও অনেক সময় এমন অনেক নেতিবাচক কথা বলতে থাকেন যা অসহ্য লাগে। সরাসরি সেটা প্রকাশ করতে না পারলেও, সেই জায়গা ছেড়ে চলে যেতে পারেন কোনও কারণ দেখিয়ে।
৩. ফোন করেও অনেকে নানা কথা বলতে থাকেন। মুখের উপর ফোন কেটে দেওয়া ঠিক হবে না। সেক্ষেত্রে একটু ছলনার আশ্রয় নিতে হবে। জরুরি ফোন আসছে কিংবা পরে ফোন করবেন বলে আপাতত পরিস্থিতির হাত রেহাই পেতে পারেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: