• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

একতরফা সম্পর্ক থেকে বের হওয়ার উপায়

প্রকাশিত: ২১:৪৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:১৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
একতরফা সম্পর্ক থেকে বের হওয়ার উপায়

প্রতিকী ছবি

প্রেমের সম্পর্ক ভাঙলে কষ্ট হওয়া স্বাভাবিক। কিন্তু, সবচেয়ে বেশি কষ্ট হয় একতরফা প্রেমে। মনের কথা না কাউকে বলা যায়, আবার না মনের মধ্যে চেপে রাখা যায়। অনেক সময় পছন্দের মানুষটি প্রস্তাব প্রত্যাখ্যাত করে দেয়, অপমানও করে। আবার অনেক সময় আপনি মনের কথা বলেই উঠতে পারেন না। একতরফা প্রেম যেমনই হোক, এই পরিস্থিতি থেকে বেরোনো জরুরি। জেনে নিন কিছু উপায়।

১. মনের কথা চেপে রাখবেন না: দীর্ঘ দিন ধরে মানুষটাকে পছন্দ করেন, অথচ তাঁকে মুখ ফুটে কিছু বলতে পারছেন না। এতে কষ্ট আপনারই বাড়ছে। তাই আগেই মনের কথা জানিয়ে দিন। সামনাসামনি বলতে না পারলে, টেক্সট কিংবা চিঠির মাধ্যমে জানান।

২. মানসিকভাবে প্রস্তুত থাকুন: আপনি প্রপোজ় করলেন, কিন্তু সামনে থেকে ‘না’ উত্তর এল। আসতেই পারে। তার জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকুন। প্রত্যাখ্যাত হওয়ার ভয় মনের মধ্যে কাজ করতেই পারে। এমনকী, ‘না’ শুনে কষ্টও পেতে পারেন। কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকা জরুরি। অর্থাৎ, যা-ই উত্তর আসবে, আপনি তার সঙ্গে মোকাবিলা করবেন।

৩. ভালোবাসা মানে অবসেশন নয়: একতরফা প্রেম হলে উল্টো দিকের মানুষটার খুঁটিনাটি জানার চেষ্টা করতে থাকেন। তাঁকে সোশ্যাল মিডিয়ায় স্টক করেন। সে কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, এই সব খোঁজ করতে থাকেন। কিন্তু এগুলোই করবেন না। ভালোবাসা মানে কোনও মানুষকে নিয়ে অবসেশন নয়। তাই প্রেমে পড়ুন বা প্রেমে প্রত্যাখ্যাত হন, মানুষটার পিছনে পড়ে থাকবেন না।

৪. নিজেকে সময় দিন: যে আপনাকে পাত্তা দেয় না, তার পিছনে না ছুটে নিজেকে সময় দিন। একতরফা প্রেমের কষ্ট ভুলতে সময় লাগবে। সেটুকু সময় নিজেকে দিন। চেষ্টা করুন নিজের সঙ্গে সময় কাটাতে, ভালো লাগার বিষয়গুলোকে প্রাধান্য দিতে। তবে, আশা হারাবেন না। নিজের উপর বিশ্বাস রাখুন। এই প্রেমে ব্যর্থ হয়েছেন বলে আর প্রেম করবেন না, এই চিন্তা মনে পুষে রাখার কোনও কারণ নেই। প্রয়োজনে মনোবিদের সাহায্য নিতে পারেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2