ঝগড়া-অশান্তি বাদ দিয়ে সম্পর্কে ইতি টানবেন যেভাবে

প্রতিকী ছবি
সম্পর্কের ভাঙন কখনো মসৃণ হয় না, দু্ইজনের সম্মতিতেও ব্রেকআপ হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই বিচ্ছেদ হয় একতরফা। কোনও একজনের সম্পর্কের থাকতে আর ভালো লাগছে না। হয়তো অন্যজন গুরুত্ব দিচ্ছে না। কিংবা দুইজনের মধ্যে আর ভালোবাসা নেই। সম্পর্ক ভাঙার অনেক কারণ থাকতে পারে। কিন্তু সমস্যা হলো, সামনের মানুষকে কষ্ট না দিয়ে সম্পর্কে বিচ্ছেদ করা।
একটা সম্পর্ক গড়ে তুলতে অনেক সময় লাগে, গুরুত্ব দিতে হয়। কিন্তু সম্পর্ক ভাঙতে এক মুহূর্তও লাগে না। তাই ব্রেকআপ করার আগে সব দিক বিবেচনা করা উচিত। শান্তিপূর্ণভাবে, একে-অন্যের প্রতি সম্মান বজায় রেখে সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত। জেনে নিন উপায়।
১. সঙ্গীর সঙ্গে কথা বলুন: ব্রেকআপ করতে গিয়ে শুধু নিজের কথাটুকু বলে চলে যাওয়া চলবে না। সঙ্গীর কথাও শুনতে হবে। ব্রেকআপ করার আগে সঙ্গীর সঙ্গে কথা বলুন। তাকে আপনার অনুভূতি জানান। আপনি কী কারণে সম্পর্কটা আর চাইছেন না, সেটা বলুন। এতে সমাধান খুঁজে পেতে পারেন। আবার সঙ্গী আপনাকে বুঝে মিউচুয়ালি ব্রেকআপও করতে পারে।
২. তাড়াহুড়ো করবেন না: একটা সম্পর্ক গড়ে তুলতে কালঘাম ছুটে যায়। ছোট ছোট চেষ্টাগুলো সম্পর্কের ভিতকে মজবুত করে তোলে। সেখানে সম্পর্ক ভাঙতে দু’মিনিটও লাগে না। তাই ব্রেকআপ করার সময় সব দিকটা ভেবে নিন। সম্পর্ক ভাঙার ফলে কী-কী ঘটতে পারে, সেগুলো আগে বিবেচনা করুন। কোনও চিন্তাভাবনা ছাড়া হুট করে সিদ্ধান্ত নেবেন না।
৩. ঝগড়া নয়: সে আপনার সঙ্গী। তার সঙ্গে আপনার অনেক ভালো-খারাপ মুহূর্ত কেটেছে। সুতরাং, ব্রেকআপের সময় তাকে অসম্মান করবেন না। এতে প্রাক্তন বেশি কষ্ট পাবে। কোনও ঝগড়া-ঝামেলার মধ্যে না গিয়ে শান্তিপূর্ণ ভাবে ব্রেকআপ করার চেষ্টা করুন। তাকে সত্যি কথা বলুন। তার প্রতি সম্মান ও ভালোবাসা বজায় রাখুন। এতে প্রাক্তনের ব্রেকআপের পর নিজেকে সামলাতে সুবিধা হবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: