• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নিয়মিত টমেটো খাওয়া পুরুষের জন্য জরুরি

প্রকাশিত: ২২:১৮, ১৭ মার্চ ২০২২

ফন্ট সাইজ
নিয়মিত টমেটো খাওয়া পুরুষের জন্য জরুরি

নিয়মিত টমেটো খাওয়া পুরুষের জন্য জরুরি

শীতকালীন সবজি হলেও টমেটো এখন বারো মাস পাওয়া যায়। আর সব ঘরেই মেলে এই সবজি। পুষ্টি গুণে ভরা এই টমেটো আমাদের খাবারের প্লেটে পরিপূর্ণতা আনে। যারা নিয়মিত টমেটো খান না, তাদের চেয়ে যারা নিয়মিত খান তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে।

টমেটোয় আছে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ভিটামিন। ফলে শরীরের যত্ন নিতে সক্ষম এ ফল। তবে পুরুষদের ক্ষেত্রে টমেটো খাওয়ার বিশেষ গুরুত্ব আছে।

পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় ‘প্রস্টেট ক্যানসার’। এই রোগ দূরে রাখতে সাহায্য করে টমেটো। সাধারণত সবজি হিসেবে পরিচিত হলেও টমেটো আসলে একটি ফল। এই ফলে থাকে লাইকোপিন নামক এক অ্যান্টি-অক্সিড্যান্ট। এই উপাদানই টমেটোকে লাল রং দেয়।

২০২১ সালে প্রকাশিত এক গবেষণায় জানা যায়, লাইকোপিনে থাকে ক্যানসারের সঙ্গে লড়ায় করার ক্ষমতা। বিশেষ করে প্রস্টেট ক্যানসার প্রতিরোধে সক্ষম লাইকোপিন। তাই সকলের জন্য টমেটো খাওয়া উপকারী হলেও, পুরুষদের বেশি করে টমেটো খেতে বলা হয়েছে।

২০১৯ সালের এক গবেষণা অনুযায়ী, লাইকোপিন সবচেয়ে বেশি থাকে কাঁচা টমেটো এবং টমেটোর তৈরি কোনো খাবারে। তবে কাঁচা টমেটো থেকে পাওয়া লাইকোপিন শরীর যত তাড়াতাড়ি শুষে নিতে পারে, তার চেয়ে বেশি নিতে পারে রান্না করা টমেটো থেকে। তাই টমেটো থেকে তৈরি সস কিংবা চাটনি খাওয়া পুরুষদের শরীরের জন্য বেশি কার্যকর।

পুরুষদের ক্ষেত্রে মাছের ঝোল থেকে ডাল, নিরামিষ তরকারিতে একটু টমেটো দিয়ে খাওয়া ভালো। তা হলেই অনেকটা দূরে রাখা যাবে প্রস্টেট ক্যানসারের আশঙ্কা। ছোট্ট এই একটা টিপস খাওয়ার সময় মেনে চলছে প্রস্টেট ক্যানসার থেকে রেহাই মিলতে পারে আপনারও।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2