• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জানেন কি আপনার সবচেয়ে অপরিষ্কার অঙ্গ কোনটি?

প্রকাশিত: ১৭:৫৯, ১০ এপ্রিল ২০২২

আপডেট: ১৬:৫৪, ১১ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
জানেন কি আপনার সবচেয়ে অপরিষ্কার অঙ্গ কোনটি?

সংগৃহীত ছবি

মানবদেহের প্রতি অঙ্গই গুরুত্বপূর্ণ। যেকোনো একটিকে বাদ দিয়ে আমরা চলতে পারি না। তাইতো আমাদের দেহের প্রতিটি অঙ্গেরই চাই যথাযথ যত্ন। আপনি কি জানেন আমাদের শরীরের সবচেয়ে অপরিষ্কার জায়গা কোনটি? নাহ, আপনি যা ভাবছেন একেবারেই তা নয়। আমাদের দেহের সবচেয়ে অপরিষ্কার জায়গাটি হচ্ছে নাভি। 

দেহের বিভিন্ন স্থানের তো অনেক যত্ন নেয়া হয়। কিন্তু নিজের নাভির দিকে কি কখনো খেয়াল করেছেন? কতটুকু জানেন এই নাভি সম্পর্কে? জানার জন্য একবার চোখ বুলিয়ে নিন এই লেখাতে-

নাভি আসলে শরীরের একটি ক্ষত। জন্মের সময় শিশুকে মায়ের থেকে পৃথক করতে গিয়ে তৈরি হয় এই ক্ষত। নাভি কুন্ডলীর বেশিরভাগ ক্ষেত্রেই থাকে ভেতরের দিকে। খুব কম সংখ্যক মানুষেরই নাভিকুন্ডলী বাইরের দিকে থাকে। নাভি যেহেতু নারীদের ক্ষেত্রে সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ তাই অনেকেই প্লাস্টিক সার্জারির মাধ্যমে একে আরো সুন্দর করে তোলার চেষ্টা করেন। অথচ এই নাভিই শরীরের সবথেকে অপরিচ্ছন্ন স্থান! 

আরও পড়ুন:

একটি গবেষণা থেকে নাকি জানা গিয়েছে এখানে প্রায় ৬৭ রকমের ব্যাকটেরিয়া থাকে। আমরা বিভিন্ন ধরনের পোশাক পরে থাকি। তা যতই পরিষ্কার হোক, শরীর থেকে হোক বা পোশাক থেকে, নোংরা জমতে থাকে নাভিকুন্ডলীতে। প্রতিদিন নিয়ম করে পরিষ্কার না করলে তাতে দুর্গন্ধও হয়।

মায়ের নাভিকুন্ডলী পরিষ্কার না থাকলে নবজাতকেরও তার থেকে সংক্রমন হতে পারে। তাইতো প্রতিদিন সাবান জল দিয়ে পরিষ্কার রাখা যেতে পারে নরম এবং স্পর্শকাতর এই স্থানটিকে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2