রোগাক্রান্ত গরু চিনতে যে কয়টি বিষয় খেয়াল রাখবেন

বছর ঘুরে ত্যাগের মহিমা নিয়ে আবারও চলে এলো কোরবানি ঈদ। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি। পশু কোরবানির জন্য সবকিছু গুছিয়ে নিয়েছেন অনেকেই। আগামী ১০ জুলাই দেশে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা।
ঈদে কোরবানি দেয়ার কথা ভাবছেন? হাটে গিয়ে কোরবানির গরুর সুস্থতা নিয়ে চিন্তিত? তবে আসুন, জেনে নিন কোরবানির জন্য সুস্থ গরু চেনার উপায়:
১. গরুর গায়ে আঙুলের চাপ দিয়ে দেখুন, চাপ বসে গেলে বা গর্ত হয়ে গেলে বুঝবেন স্টেরয়েড খাওয়ানো রোগাক্রান্ত গরু।
২. শ্বাস-প্রশ্বাস চেক করুন। স্টেরয়েড বা এন্টিবায়োটিক প্রয়োগ করা গরু জোরে জোরে নিঃশ্বাস নেয়।
৩. অসুস্থ গরুর মুখ দিয়ে সব সময় লালা ঝরে।
৪. সুস্থ গরু সাধারণত চঞ্চল প্রকৃতির। অপরদিকে এন্টিবায়োটিক খাওয়ানো গরু খুব বেশি শান্ত স্বভাবের হয়। চঞ্চল্য খুব কম থাকে।
৫. এন্টিবায়োটিক খাওয়ানো গরুর সামনে খড় কিংবা প্রচলিত খাবার ধরলে আগ্রহ করে খায় না।
৬. সুস্থ গরুর শরীর থাকে সুঠাম। এন্টিবায়োটিক খাওয়ানো গরুর মুখ ও পায়ের কোনো অংশ ফোলা থাকতে পারে।
৭. সুস্থ গরুর নাকের ওপরটা সব সময় ভেজা থাকে। কিন্তু অসুস্থ গরুর নাক দিয়ে তরল নির্গত হতে পারে।
তথ্যগুলো স্মরণ রেখে হাটে গিয়ে দেখে-শুনে গরু কিনুন। আর কোরবানির ত্যাগ ছড়িয়ে দিন সবার মাঝে। ত্যাগের মহিমায় সমাজ হয়ে উঠুক আরও সুন্দর।
বিভি/এজেড
মন্তব্য করুন: