• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যে বয়সে বিয়ে করলে আসবে সুখ, বাড়বে আয়ু

প্রকাশিত: ২০:২৬, ২৫ জুলাই ২০২২

আপডেট: ১৭:৫৭, ১৬ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
যে বয়সে বিয়ে করলে আসবে সুখ, বাড়বে আয়ু

নারী-পুরুষের সামাজিক বন্ধন দৃঢ় করার বৈধ প্রক্রিয়া বিয়ে। যা সবার জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিয়ে নিয়ে এবং বিয়ের বয়স নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন তত্ব কথা প্রচলিত আছে। বিভিন্ন যুগে বিয়ের জন্য বিভিন্ন বয়স ছিল। বর্তমান যুগে দেরিতে বিয়ে করার একটা প্রবণতা চালু আছে।

তবে কোন বয়সে বিয়ে করা উচিত, তা জানা নেই অনেকেরই। যদিও প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ যে কোনো বয়সেই বিয়ে করতে পারেন। তবে বিশেষজ্ঞদের মতে, দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী করতে নারীদের ২৫ ও পুরুষের ৩০ বছরের মধ্যেই বিয়ে করে নেওয়া জরুরি। 

আরও পড়ুন: সমবয়সীকে বিয়ে করার ১০ উপকারিতা!

তবে বিয়ের আগে অবশ্যই আর্থিক ও মানসিকভাবে প্রস্তুত হতে হবে। সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, একটি নির্দিষ্ট বয়সে বিয়ে করলে নাকি ছেলেদের আয়ু বাড়ে! 

১ লাখ ২৭ হাজার ৫৪৫ জন মার্কিন প্রাপ্তবয়স্ক পুরুষের এক সমীক্ষা চালিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ওই সমীক্ষায় দেখা যায়, সুখী বিবাহিত পুরুষের আয়ু অনেকটাই বেশি। অনেক পুরুষের বিয়ের পর ডিভোর্স হয়েছে বা যার স্ত্রী মারা গিয়েছেন। আবার অনেক পুরুষ বিবাহিত জীবনে খুবই সুখী।

সুখী বিবাহিত পুরুষরা এই ডিভোর্সি ও একাকি পুরুষের চেয়ে অনেকটাই বেশি সুস্থ। এমনকি যাদের স্ত্রী নেই, তাদের থেকেও বেশি বছর বাঁচেন বিবাহিত পুরুষরা।

সমীক্ষা বলছে, যেসব পুরুষ ২৫ বছর বয়সে বিয়ে করেন তারাই নাকি বেশি সুরক্ষিত। অন্যদিকে যারা এর চেয়েও কম বয়সে বিয়ে করেন, তাদের নিরাপত্তা নিয়ে ভাবতে হয়। আর অবিবাহিত পুরুষের থেকে বেশি সুখী বিবাহিত পুরুষরা। বেশিদিন বাঁচেন ও সুস্থ থাকেন তারা।

আরও পড়ুন: যে ৫ কারণে বিবাহিত ছেলেদের প্রতি মেয়েরা বেশি আকৃষ্ট হয়

বিজ্ঞানীদের ভাষ্যমতে, বয়স যত কম থাকবে, মনের মতো সঙ্গী পাওয়ার সুযোগ ততই বাড়বে। তাই নারীদের মতোই পুরুষদের ক্ষেত্রেও ২৫ এর মধ্যে বিয়ে করলে মানানসই সঙ্গী পাওয়ার সুযোগ মিলবে বেশি।

সমীক্ষার তথ্য জানাচ্ছে, যেসব পুরুষের শারীরিক সমস্যা আছে তারাও আগে বিয়ে করেন। তাদের বিবাহ বিচ্ছেদের ঝুঁকিও কম থাকে। বিবাহবিচ্ছেদ হলেও আবার বিয়ে করার ইচ্ছে তাদের থাকে। 

জাপানের বিজ্ঞানীরা জানিয়েছেন, বিবাহিত পুরুষদের চেয়ে অবিবাহিত পুরুষের হৃদরোগের ঝুঁকি ৩ গুণ বেশি থাকে। অন্যদিকে বিবাহিত পুরুষের ডিপ্রেশনের ঝুঁকি কম থাকে সিঙ্গেলদের তুলনায়।

এমনকি বিবাহিত জীবনে সুখী হলে রক্তে শর্করার পরিমাণ ঠিক থাকে ও রক্তচাপজনিত সমস্যাও নিয়ন্ত্রণে থাকে। আসলে বিবাহিত জীবন সুখী হলে জীবনে দুশ্চিন্তাও কম থাকে। গবেষণায় দেখা গেছে, জীবন নিয়ে যে যতটা সন্তুষ্ট থাকবেন, ততটাই তার বাড়বে আয়ু। আর জীবন নিয়ে সন্তুষ্ট থাকলে সুখ অনিবার্য।

আরও পড়ুন: প্রেম স্বাস্থ্যের জন্য ভালো? জেনে নিন প্রেমের উপকারীতা

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2