জাতীয় নির্বাচনের তফসিলের সময় জানালেন ইসি আনিছুর রহমান

ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।
শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে জেলা প্রশাসকদের নির্বাচনী প্রশিক্ষণে তিনি এ কথা জানান।
এর আগে গেল মাসে কিশোরগঞ্জের সার্কিট হাউসে এক অনুষ্ঠানে ইসি আনিছুর রহমান বলে ছিলেন, আগামী নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এবং আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সেসময় তিনি সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিভি/টিটি
মন্তব্য করুন: