• NEWS PORTAL

  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিচ্ছিন্ন ঘটনায় দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বাংলাভিশন ডেস্ক

প্রকাশিত: ১৭:২৩, ২১ মে ২০২৪

ফন্ট সাইজ
বিচ্ছিন্ন ঘটনায় দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বিচ্ছিন্ন কয়েকটি সহিংসতায় কয়েকজন আহত ছাড়া দেশের একশ ৫৬ উপজেলায় নির্বাচনের পরিবেশ বেশ শান্তিপূর্ণ ছিল। বিকাল চারটায় ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। এদিকে ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে রাজবাড়ি ও ঢাকায় মারা গেছেন দু'জন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। 

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ; গণনা চলছে; বিচ্ছিন্ন সহিংসতায় কয়েকজন আহত; ভোট দিতে গিয়ে হিটস্ট্রোকে ২ জনের মৃত্যু।  ভোট চলাকালে জাজিরায় একটি কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী রতন সরদারের ওপর হামলা সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস ফরাজির সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।

রাজবাড়িতে ভোট দিতে যাওয়ার পথে আনারস প্রতীকের এক সমর্থককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের সমর্থকদের বিরুদ্ধে। জড়িত সন্দেহে আটক করা হয়েছে একজনকে।  হবিগঞ্জের বাহুবলে জাল ভোট দেয়ার সময় স্কুলছাত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। নোয়াখালীর চাটখিলে এজেন্ট বের করে দিয়ে জালভোট দেয়াসহ নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন চেয়ারম্যান প্রার্থী জেড এম আজাদ খান। 

চট্টগ্রামের হাটহাজারীর একটি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুনও দেয়া হয়। একজন পায়ে গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এদিকে, রাউজানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে সবাই বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ায় এ উপজেলায় ভোট হয়নি।

দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাজশাহীর তিনটি উপজেলা বাগমারা, পুঠিয়া দুর্গাপুর পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।

সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দ্বিতীয় ধাপের নির্বাচন। কোথাও কোনো সহিংসতা কিংবা অনিয়মের খবর পাওয়া যায়নি।

শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। মিঠাপুকুর উপজেলার ১৭ ইউনিয়নের ১শ'৫৫ কেন্দ্রে ও পীরগঞ্জ উপজেলার ১৫ ইউনিয়নের ১শ'২৩ কেন্দ্রে চলছে ভোট গণনা। নির্বাচনে চেয়ারম্যানসহ ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যশোরের ভারত সীমান্তবর্তী তিনটি উপজেলা ঝিকরগাছা, চৌগাছা ও শার্শা উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে চলছে গণনার কাজ। 

দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের ঘাটাইল, কালিহাতি ও ভুয়াপুর উপজেলায় পুলিশসহ পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল কম। চলছে গণনার কাজ।

জয়পুরহাট সদর ও পাঁচবিবিতে ১৫১ টি কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৯৯১ জন। সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ৫ জন, পাঁচবিবি উপজেলার চেয়ারম্যান প্রার্থী ৬ জন। বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়িতে ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বিকাল চারটায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা।

কক্সবাজারের ঈদগাঁও, পেকুয়া ও চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ভোট হয়েছে ইভিএমে। দুই উপজেলায় বেশ শান্তিপূর্ণ হলেও নব গঠিত ঈদগাঁও উপজেলায় চেয়ারম্যান প্রার্থী সেলিম আকবর তার ৩০ কেন্দ্রে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেন। এসময় তার কর্মী সমর্থকরা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রায় এক ঘণ্টা  অবরোধ করে মিছিল সমাবেশ করে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলা পরিষদের নির্বাচনে সালথায় ৫০টি ও নগরকান্দায় ৬৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। চলছে গণনা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়ায় চেয়ারম্যান পদে লড়ছেন ছয় জন। দুই উপজেলায় মোট ভোটার চার লাখ ৯ হাজার ২৩৬ জন। 

কুমিল্লা সদর দক্ষিণ ও বরুড়া উপজেলায় চেয়ারম্যান পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯১টি কেন্দ্রের ১ হাজার ৩০৪ টি কক্ষে ভোট গ্রহণ শেষে চলছে গণনা।  ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলা পরিষদের নির্বাচনে সালথায় ৫০টি ও নগরকান্দায় ৬৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। চলছে গণনা।

সাতক্ষীরার তালা, আশাশুনি ও দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনেও ভোটের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগের ভিত্তিতে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী চিংড়ি প্রতিকের সরদার মশিয়ার রহমানের বোন তাসলিমা খাতুনকে হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার পদ থেকে প্রত্যাহারের নির্দেশ দেন তালা উপজেলা নির্বাহি অফিসার আফিয়া শারমিন।

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট। ঠাকুরগাঁও সদর ও রানীশংকৈল উপজেলায় ভোট হচ্ছে ৩৫১টি কেন্দ্রে। প্রতিদ্বন্দ্বী ২১জন। দ্বিতীয় ধাপে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ৯১ টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। চলছে গণনা।

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের ভুয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা ও ব্যালট পেপার ছিনতাইয় হয়েছে। ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শরৎ কুমার ত্রিপুরা অভিযোগ করেন, দুপুর সাড়ে ১২ টার দিকে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে আনোয়ার হোসেনের নেতৃত্বে কয়েক জন যুবক জাল ভোট হচ্ছে এমন অজুহাত দেখিয়ে কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় বাধা দিলে তার উপর হামলা করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে।

বিভি/রিসি

মন্তব্য করুন: