• NEWS PORTAL

  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট আজ

বাংলাভিশন ডেস্ক

প্রকাশিত: ০১:০৩, ৫ জুন ২০২৪

আপডেট: ০৯:৫৬, ৫ জুন ২০২৪

ফন্ট সাইজ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট আজ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট কাল। নির্বাচনের সব প্রস্তুতি শেষ, প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। ৬০টি উপজেলায় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

সুষ্ঠু ভোটের সব আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের চতুর্থ ধাপে দক্ষিণ চট্টগ্রামের দুই উপজেলায় লোহাগাড়া এবং বাঁশখালীতে প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম তবে ব্যালট যাবে সকালে। 

ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর ও বিজয়নগর তিনটি  উপজেলায় পৌঁছে দেয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। কড়া নিরাপত্তায় ৩৬৬টি ভোটকেন্দ্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ভোটকেন্দ্রগুলোর প্রিজাইডিং কর্মকর্তার কাছে বুঝিয়ে দেয়া হয়। 

টাঙ্গাইল জেলার বাসাইল, সখীপুর, মির্জাপুর ও গোপালপুর উপজেলায় ভোট উপলক্ষে দুপুরের পর থেকে ব্যালট বাক্সসহ নির্বাচনের নানা সরঞ্জাম হন্তান্তর শুরু হয়।

চতুর্থ ধাপে ইভিএম পদ্ধতিতে হবে কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন। ভোটের সামগ্রী বিতরণ শুরু হয় দুপুরে। পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনের জন্য কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। 

ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে ৯২টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেয়া হয়। 

বুধবার উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন প্রার্থী রয়েছেন। 

বিভি/টিটি

মন্তব্য করুন: