ইন্টারনেট সেবা বন্ধের কোন নির্দেশনা দেয়া হয়নি: বিটিআরসি সচিব

ইন্টারনেট সেবা বন্ধে বিটিআরসির কোন নির্দেশনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সচিব মো. নুরুল হাফিজ। শুক্রবার (২৮ জুলাই) বিকেলে বাংলাভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।
তিনি বলেন, একটি জায়গায় লাখো মানুষের জমায়েত হলে স্বাভাবিকভাবেই ইন্টারনেটের ধীরগতি দেখা যায়। এছাড়া এসএসসির ফলাফল প্রকাশের পর ইন্টারনেটের উপরও চাপ রয়েছে। ইন্টারনেট সেবা বন্ধে বিটিআরসির কোন অফিসিয়াল নির্দেশনা নেই।
তবে, পল্টন এলাকা থেকে অনেকেই জানিয়েছেন, তারা মোবাইলে লাইভ করতে পারছেন না। অনেক সংবাদ কর্মী সমাবেশ এলাকার বাইরে এসে ফুটেজ/ছবি অফিসে পাঠাচ্ছেন।
বিএনপির নিজস্ব ব্যবস্থাপনায় ব্রডব্যান্ড ব্যবস্থা চালু করে দলের ভ্যারিফাইড ফেসবুকে লাইভ করতে পারছেন বলে জানা গেছে। শুক্রবার দুপুর ১২টা থেকে এই এলাকায় থ্রিজি-ফোরজি সেবা বন্ধের ‘নির্দেশ’ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মর্মে কোন কোন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: