• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

স্মার্ট ডিজিটাল কবরস্থান ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন করেছে ডিএনসিসি

প্রকাশিত: ১৯:৫৯, ১০ আগস্ট ২০২৩

আপডেট: ২০:১০, ১০ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
স্মার্ট ডিজিটাল কবরস্থান ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন করেছে ডিএনসিসি

স্মার্ট ডিজিটাল কবরস্থান ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন করেছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। বৃহস্পতিবার (১০ আগস্ট) গুলশানে নগর ভবন অডিটোরিয়ামে স্মার্ট ডিজিটাল কবরস্থান ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন করেন মেয়র আতিকুল।

জানা গেছে, পর্যায়ক্রমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব কবরস্থানই এই সিস্টেমের আওতায় আসবে। প্রথম ধাপে বনানী কবরস্থান, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, রায়েরবাজার কবরস্থান, উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থান, উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থান এবং উত্তরা ১৪ নম্বর সেক্টর বুদ্ধিজীবী কবরস্থান স্মার্ট ডিজিটাল কবরস্থান ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় আসবে। 

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, ডিএনসিসির Graveyard Management DNCC নামে অ্যাপটি গুগুল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। এই অ্যাপের মাধ্যামে কবরস্থানে না গিয়েও একজন সেবাগ্রহীতা প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে মরদেহ দাফনের জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। অ্যাপের মাধ্যমে আবেদন সম্পন্ন করে মরদেহ নিয়ে নির্দিষ্ট কবরে দাফন করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, আইসিডিডিআর,বি নির্বাহী পরিচালক তাহমিদ আহমেদ এবং সিনিয়র সায়েন্টিস্ট ও সিনিয়র ডিরেক্টর শামস এল আরেফিন, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান, সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2