অবশেষে প্রত্যাহার করা হলো জামালপুরের সেই ডিসিকে

জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদ
আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে বক্তব্য দেওয়া জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।
একই প্রজ্ঞাপনে ডিসি ইমরানের স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপ-পরিচাল (উপসচিব) শফিউর রহমান।
এর আগেগত সোমবার (১১ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামালপুরের ডিসি বলেছিলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। যে সরকার এই উন্নয়ন করেছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সেই সরকারকে আবার পুনরায় নির্বাচিত করে, আবারও ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আমি মনে করি আপনারা নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না।
একজন জেলা প্রশাসকের মুখে এরকম রাজনৈতিক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ায় জেলাসহ সারাদেশে আলোচনা সমালোচনা শুরু হয়।
বিভি/এজেড
মন্তব্য করুন: