• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে বিনিয়োগের প্রলোভন

লাভের লোভে বারবার প্রতারণার ফাঁদে নিম্ন মধ্যবিত্তদের সঞ্চয়

প্রকাশিত: ২০:৪৬, ১৭ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২১:৩৯, ১৭ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
লাভের লোভে বারবার প্রতারণার ফাঁদে নিম্ন মধ্যবিত্তদের সঞ্চয়

বাংলাদেশে প্রায়ই গণমাধ্যমের শিরোনাম হচ্ছে, বিনিয়োগের নামে প্রতারনা, অনলাইনে টাকা হাতিয়ে নিল অমুক গ্রুপ এমন নানাবিধ ঘটনা। যদিও এ নিয়ে বারংবার গণমাধ্যম এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সতর্ক করা হচ্ছে সবাইকে। কিন্তু সেই সামাজিক যোগাযোগ মাধ্যমেই বিভ্রান্তিকর লোভনীয় বিজ্ঞাপনে আজকাল প্রলুব্ধ হচ্ছেন অনেকেই।

সর্টকার্ট ওয়েতে দ্রুত লাভবান হওয়া কিংবা কষ্টবিহীন দ্রুত ধনী হওয়ার ইচ্ছায় মানুষজন পা দিচ্ছেন এধরনের প্রতারনা ফাঁদে। সম্প্রতি বাংলাদেশে অনলাইন আর্থিক প্রতারণায় এক অনন্য নজির স্থাপন করেছে এমটিএফই নামের একটি আলোচিত প্রতিষ্ঠান, যা ভয়ংকর এক ইতিহাস রচনা করেছে। প্রযুক্তির যুগে এসে মানুষ কীভাবে এ ধরনের একটা প্রতিষ্ঠানের ওপর আস্থা রাখে সেই প্রশ্ন বারবার ঘুরপাক খায় ?

এরপরে এখনো মানুষ প্রতারকদের খপ্পরে পড়ছেন বারবারই। খোদ রাজধানী ঢাকায় রয়েল চিটিং ডিপার্টমেন্ট আরসিডি গ্রুপের সক্রিয় সদস্যরা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ব্যবসায় বিনিয়োগ করলে লাভ হবে এমন লোভ দেখিয়ে, চক্রটি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এসব টাকা হাতিয়ে নিয়েছে।

ভুক্তভোগিদের অভিযোগের প্রেক্ষিতে চক্রের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইর ঢাকা মেট্রো উত্তর জোনের কর্মকর্তারা। আজ রোববার রাজধানীর আগারগাঁও পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে পিবিআই এর বিশেষ পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন,রয়েল চিটিং ডিপার্টমেন্ট আরসিডি গ্রুপের সক্রিয় সদস্যদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এমন লোভনীয় অফারদাতাদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার এসব প্রতারনার ঘটনা নিযে আলোচনা হলেও মানুষ কেন প্রতারনার শিকার হচ্ছে ? জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নেহাল করীম বলেন, মানুষের অতিলোভ আর কষ্টছাড়া বিত্তশালী হওয়ার বাসনায় এসব ঘটনা বারবার ঘটছে।

 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2