এনবিআরের ২২০ রাজস্ব কর্মকর্তাকে একযোগে বদলি

সোমবার এবং মঙ্গলবার দুটি পৃথক আদেশে একযোগে ২২০ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর পদায়নকৃত স্থানে যোগ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এনবিআর সূত্র বলছে, সততা, দক্ষতা, নিষ্ঠা, সময়ানুবর্তিতা এবং অতীতের কর্মস্থল বিবেচনা করে প্রতিবছর বাজেট ঘোষণার পরপরই কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা থেকে শুরু করে কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের বদলি করা হয়। সাধারণত সহকারী রাজস্ব কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তাদের একইস্থানে ২ বছরের বেশি রাখা হয় না।
সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট প্রশাসন-৩ শাখার দ্বিতীয় সচিব শেখ মেজবাহ-উল-সাবেরিন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে শুল্ক ও ভ্যাটের ১১৭ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়।
অপরদিকে মঙ্গলবার রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট প্রশাসন-৩ শাখা থেকে দ্বিতীয় সচিব মাসুদ রানার সই করা অপর প্রজ্ঞাপনে ১০৩ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি এবং নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
বিভি/ এসআই
মন্তব্য করুন: