নির্বাচন ঘিরে অস্ত্রের ঝনঝনানি নির্মূল বড় চ্যালেঞ্জ: ডিএমপি কমিশনার

সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, তাই অবৈধ অস্ত্রের ঝনঝনানি নির্মূল এখন বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সোমবার (২ অক্টোবর) মিট দ্যা প্রেস একথা জানান তিনি।
সোমবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে করেন নবনিযুক্ত পুলিশ কমিশনার। রাজনৈতিক কর্মসূচিতে নিয়ম না মানলে কঠোর হবে পুলিশ বলে হুশিয়ারি কমিশনারের।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৬তম কমিশনার হিসেবে হাবিবুর রহমান দায়িত্ব নিয়েছেন, ৩০ সেপ্টেম্বর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশের নিয়মিত কাজ ছাড়াও রাজধানীতে বর্তমানে অপরাধের ধরণ বদলেছে। তাই সাইবার নজরদারি বাড়ানো হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, এডিসি হারুনকাণ্ডে পুলিশ বাহিনী তাদের কর্মকর্তার বিষয়ে তদন্ত করছে। অন্য কর্মকর্তার বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত চলছে।
তিনি আরও থানার সেবা জোরদার করা হবে। নির্বাচন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সুষ্ঠু, সুন্দরভাবে নির্বাচনে কাজ করবে পুলিশ। ভিসানীতি কি হবে এটা প্রত্যেক দেশের নিজস্ব। পুলিশের ভিতরে চিন্তা নেই, এটা ব্যক্তির বিষয়, বাহিনী না। দূর্গাপুজা উপলক্ষে সাইবার মনিটরিং বাড়ানো হচ্ছে। গুজবের বিরুদ্ধে সবাইকে সচেতন হয়ে রুখে দাড়ানোর জানান কমিশনার।
ডিএমপি, বিট ও কমিউনিং পুলিশের সাথে ঢাকাকে বলেন, জানজটমুক্ত, মাদকমুক্ত, সুশৃঙ্খল নগরী হিসাবে গড়ে তুলতে বদ্ধ পরিকর ডিএমপি।
বিভি/এসএমএফ/এজেড
মন্তব্য করুন: