• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাতের মধ্যেই ৯০ শতাংশ, শনিবার ইন্টারনেট সমস্যার পুরোপুরি সমাধান হবে: আইএসপিএবি

প্রকাশিত: ১৯:২০, ২৭ অক্টোবর ২০২৩

আপডেট: ১৯:২২, ২৭ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
রাতের মধ্যেই ৯০ শতাংশ, শনিবার ইন্টারনেট সমস্যার পুরোপুরি সমাধান হবে: আইএসপিএবি

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে দেশব্যাপী ইন্টারনেট সমস্যার ৯০ শতাংশ সমাধান হবে বলে জানিয়েছেন আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক। বাংলাভিশনকে তিনি বলেন, আমাদের যন্ত্রপাতির ৫-৭ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। খুব দ্রুতই তা কাটিয়ে ইন্টারনেট সচল হবে বলে আশা করছি।  

তিনি বলেন, প্রথমে ভবনে প্রবেশের কোন অনুমতি ছিলনা, তাই কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে আগামীকালের মধ্যে সমস্যার পুরোপুরি সমাধান হয়ে যাবে । 

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ৫ টায় মহাখালীর ১৪ তলা খাজা টাওয়ারে আগুন লাগে। আগুন লাগার পর থেকে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট সেখানে টানা কাজ করে। পরে শুক্রবার সকাল পৌনে ৯টায় ভবনটি অগ্নিমুক্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার আগুন লাগার পর রাতেই ঢাকার বিভিন্ন এলাকার অফিস ও বাসায় ইন্টারনেট সেবাদাতা বিঘ্নিত হওয়ার খবর আসতে শুরু করে। কোথাও কোথাও গতি ধীর হয়ে পড়েছে। কোথাও কোথাও সংযোগই নাই। এলাকায় এলাকায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও তাদের গ্রাহকদের সেবা বিঘ্নিত হওয়ার বিষয়ে জানায়।

এমদাদুল হক জানান, আগুনে সারাদেশের ৪০ থেকে ৫০ শতাংশ আইএসপি সরাসরি অ্যাফেক্টেড। এছাড়া আরও ৩০ থেকে ৪০ শতাংশ আইএসপি অনেকগুলো সেবা পাবে না, তারাও পরোক্ষভাবে অ্যাফেক্টেড। 

জানা গেছে, বহুতল এ ভবনে গ্রামীণফোনসহ অনেকগুলো কোম্পানির ডেটা সেন্টার ও সার্ভার রয়েছে; যেগুলোর সঙ্গে সারা দেশের বেশির ভাগ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) যুক্ত।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2