• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঢাকার সহিংস ঘটনায় কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ২১:৩৫, ২৮ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
ঢাকার সহিংস ঘটনায় কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

শনিবার (২৮ অক্টোবর) মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকায় সংঘটিত রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। এছাড়া রাজনৈতিক কর্মী, পুলিশ এবং হাসপাতাল পোড়ানোর ঘটনাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। 

শনিবার দুপুর আড়াইটার দিকে পুলিশি বাধার মুখে বিএনপির নয়াপল্টনের সমাবেশ পণ্ড হয়ে যায়। ধাওয়া খেয়ে নেতাকর্মীরা চারদিকে ছড়িয়ে পড়েন। পরে নয়াপল্টন এবং আশপাশের অন্যান্য স্থানে বিএনপি-পুলিশ-আওয়ামী লীগ ত্রিমুখী সংঘর্ষ হয়। এসব ঘটনায় বিএনপির বহু নেতাকর্মীর পাশাপাশি পুলিশ ও সাংবাদিকরা আহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, তাদের ৪১ জন সদস্য আহত হয়েছেন।

কয়েক সপ্তাহ আগে আজ ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ কর্মসূচির ডাক দিয়েছিল বিএনপি। বিএনপির মহাসমাবেশের পাল্টা হিসেবে রাজধানীতে শান্তি সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2