যে কারণে মনোনয়ন বঞ্চিত গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের পরিবর্তে বিপ্লব হাসানকে এই আসনে নৌকার প্রার্থী ঘোষণা করা হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) বিকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ।
জানা গেছে, এই আসনে জাকির হোসেনকে নৌকার মনোনয়ন না দিতে উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৬ জন নেতা দলের সভাপতি শেখ হাসিনার কাছে লিখিত অভিযোগ দেন। সেই আবেদনে জাকির হোসেনের বিপরীতে যেকোনো প্রার্থীকে মনোনীত করার জন্য আবেদন করা হয়।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর।
বিভি/ এসআই
মন্তব্য করুন: